×
EntertainmentTrendingViral Video

নেই করোনার ভয়, মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরছেন গর্ভবতী করিনা, ট্রোলের ঝড় নেটদুনিয়ায়

অন্যান্য সকলের মত সেলিব্রেটিরাও দীপাবলি উৎসব পালন করলেন। তবে এ বছর বেশি হইচই না হলেও সকলেই দীপাবলি নিজের পরিবারের সাথে কাটিয়েছেন।

তৈমুর-এর পরে দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর। তাই খান এবং কাপুর বাড়ির দীপাবলি উৎসব একটু অন্য রকম ভাবেই কেটেছে। কারিনা কাপুর সাইফ আলি খান এবং তৈমুর একসঙ্গে দীপাবলি পালন করেছেন পাহাড়ের নিরিবিলিতে।

ADVERTISEMENT

সাইফ আলী খানের নতুন সিনেমা ভূত পুলিশ এর শুটিং চলছে ধর্মশালা তে। দীপাবলিতে সময় কাটাতে কারিনা কাপুর এবং তৈমুর সেখানে এসে হাজির হয়। তবে তারা একা আসেননি সঙ্গে এসেছিলেন কারিনা কাপুরের বেস্টফ্রেন্ড মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর।

তবে তারা ঘুরতে এসে করোনার কথা একেবারেই ভুলে গিয়েছিলেন। কারণ ধর্মশালার রাস্তায় কোনো মাক্স ছাড়াই তারা ঘুরে বেড়াচ্ছিলেন। এই কারণে তাদের অনেক মন্তব্য শুনতে হয়েছে ।

সেখানকার বাসিন্দারা তাদের ঘুরে বেড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এবং সেটি ভাইরাল হয়ে যায়।

অনেকে মন্তব্য করেছেন যে তাদের ছোট্ট তৈমুরের কথা ভাবা উচিত ছিল। তাছাড়া করিনা কাপুর অন্তঃসত্ত্বা তাই এই সময় মাক্স ছাড়া বেড়ানো একদমই উচিত নয়। তবে তারা এইসব মন্তব্যের কোনো পাল্টা জবাব দেননি। নিজেরা সময় কাটাচ্ছেন আনন্দে।

ADVERTISEMENT

Related Articles