×
EntertainmentTrendingViral Video

স্বল্প পোশাকে তুমুল নাচ নাইসার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাজলের মেয়ের ভিডিও

বলিউড জগতে অতি জনপ্রিয় মুখ তথা অন্যতম সফল জুটির তালিকায় প্রথম দিকেই রয়েছে অজয় দেবগন ও কাজলের নাম। দীর্ঘ ২১ বছর ধরে তারা একে অপরের পাশে রয়েছেন সুখ-দুঃখে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনেও এসেছে তাঁদের সন্তান। মেয়ে নাইসা এবং ছেলে যুগ।

এবার অজয় ও কাজলের মেয়ে নাইসার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে নাইসাকে দেখা যাচ্ছে সাদা টপ ও ট্রাউজার পরে বন্ধুদের সঙ্গে কোমর দোলাতে। ভিডিওটি ভাইরাল হতেই একের পর এক মন্তব্য শুরু করেন নেটিজেনরা।

ADVERTISEMENT

তবে, দাদুর মৃত্যুর পর নাইসা কিভাবে ছোট পোশাক পরে স্যালোতে গেলেন তা নিয়েই বারবার প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু, এর উত্তরে অজয় দেবগন নিজেই বলেন যে, দাদুর মৃত্যুর পর নাইসা খুব ভেঙে পড়েছিল। এমনকি খুব কান্নাকাটিও করছিল। আর সেই কারণেই তা সামাল দিতে অজয়ই নাইসাকে স্যালোতে যাওয়ার পরামর্শ দেন মন বদলের জন্য।

তবে, পোশাক নিয়ে অজয় কন্যা নাইসার ওপর ট্রোলিং নতুন কিছু নয়। গত বছর মুম্বাইয়ের একটি মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময়ও নাইসার পোশাক নিয়ে ট্রোল করা হয়। শুরু হয় সমালোচনা। যার ফলে প্রশ্নের মুখে পরতে হয় গোটা দেবগন পরিবারকে।

ADVERTISEMENT

Related Articles