×
Entertainment

Kajol: পাল্টে গেছে গায়ের রঙ! কিভাবে এত ফর্সা হলেন অভিনেত্রী কাজল?

সেলিব্রেটিদের জীবন মানেই হাজারও একটা গসিপে ভরা। কখনও কখনও বিনা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা। আর তা নিয়ে চলে তুমুল হইচই। বিশেষ করে নেতিবাচক খবরের দিকে একটু বেশিই ঝোঁকেন নেটিজেনরা। এককথায় বলা চলে বলিগসিপ বলিপ্রেমীদের পছন্দের একটি বিষয়। বলিউডের (Bollywood) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কাজল (Kajol)। এবার তাকে নিয়েই উত্তাল নেটপাড়া।

Kajol: পাল্টে গেছে গায়ের রঙ! কিভাবে এত ফর্সা হলেন অভিনেত্রী কাজল? -

নব্বইয়ের দশকে তিনি একেরপর এক ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে একেরপর এক হিট ছবি উপহার দিয়েছেন। শুধু শাহরুখ খানের সঙ্গে নয়, আমির খান, অজয় দেবগন-র সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। কিন্তু কেরিয়ারের প্রথম দিকে ছবিগুলিতে তার গায়ের রং কালো ছিল। আর সেই নিয়ে তাকে নানান কটাক্ষ শুনতে হয়েছে। যদিও অভিনেত্রী জানিয়েছিলেন মেকআপের ভুলের জন্যই তাকে দেখতে কালো লাগছিল।

Kajol: পাল্টে গেছে গায়ের রঙ! কিভাবে এত ফর্সা হলেন অভিনেত্রী কাজল? -

তবে, সেকথা কেউই মেনে নিতে চায়নি। এমনকি ‛বাজিগর’ ছাড়াও পরপর অনেকগুলি ছবিতেই কাজলের গায়ের রং কালো ছিল। কিন্তু অভিনেত্রীর মা হওয়ার পরে তার গায়ের রং দেখে চমকে উঠেছিলেন সকলেই। আর যা ধরা পড়েছিল ‛ফনা’ সিনেমা থেকে। আর সেই থেকেই গুঞ্জন ফর্সা হওয়ার জন্য অভিনেত্রী ‛মেলানিন’ ট্রিটমেন্ট করিয়েছিলেন। তবে, এই বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং অভিনেত্রী নিজেই।

Kajol: পাল্টে গেছে গায়ের রঙ! কিভাবে এত ফর্সা হলেন অভিনেত্রী কাজল? -

সম্প্রতি কাজল নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে পুরো মুখ কালো মাস্কে ঢেকে ও চোখে সানগ্লাস পরে একটি দোকানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন সকলেই তাকে প্রশ্ন করে তিনি কিভাবে ফর্সা হলেন। আর সেই জবাবে তিনি জানিয়েছেন তিনি এভাবে ফর্সা হয়েছেন। আগে তিনি রোদের মধ্যে ঘুরে বেড়াতেন তাই কালো হয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি সেটা করেন না।

যদিও কাজলের এই বক্তব্য মানতে নারাজ অনেকেই। শুধুমাত্র এভাবে ফর্সা হওয়া সম্ভব না বলেই মত সকলের। সকলের বক্তব্য অভিনেত্রী মেলানিন ট্রিটমেন্ট করিয়েছেন। সম্প্রতি অভিনেত্রীর এই কথাই প্রকাশ্যে এসেছে।