Entertainment

৪৭ বছর বয়সে ফ্যাশন দেখাতে গিয়ে বিপাকে কাজল, Oops Moment-এর শিকার অভিনেত্রী, ভাইরাল ভিডিও

Advertisement

Kajol OOPS Moment নব্বই দশকের বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কাজল (Kajol)। এখন তাকে আর সেভাবে সিনেমার পর্দায় দেখা না গেলেও তার ব্যাপারে জানতে মানুষ আজও সমানভাবে আগ্রহী। তার লাইফস্টাইল থেকে শুরু করে তার পছন্দ-অপছন্দ সবকিছু। আর তাই তো তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে থাকেন।

রুপোলি পর্দায় অভিনেত্রীকে আর সেভাবে দেখা না গেলেও বিভিন্ন ইভেন্ট এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কাজলকে হাজির হতে দেখা যায়। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে OOPS Moment-এর শিকার হন কাজল। আসলে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে পোশাক বিভ্রাটে পড়েন অভিনেত্রী।

বলিউডের অন্যতম স্টাইলিশ অভিনেত্রী তিনি। অনেকেই তাকে ফ্যাশন আইকন মনে করেন। কিন্তু ফ্যাশন দেখাতে গিয়েই একবার বিপাকে পড়েন কাজল। এদিন নীল রঙের রাফেল ড্রেসে হাজির হন। প্রথমে বেশ হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। কিন্তু তারপরই তার ডিপ নেকলাইন পোশাক থেকে বলতে গেলে প্রায় বেরিয়েই আসে বক্ষযুগল। যে কারণে OOPS Moment-এর শিকার হয়ে যান কাজল।

এদিন কাজল নীল রাফেল ড্রেসের সঙ্গে হেয়ারস্টাইল করেছিলেন স্লিক পনিটেইল। হালকা মেকআপ তবে ডিপ রেড লিপস্টিক পরেছিলেন কাজল। যা তার লুকটি সম্পূর্ন করেছে। বর্তমানে কাজলের বয়স ৪৭। একটি ১৮+ কন্যা সন্তান ও একটি পুত্র সন্তানের মা তিনি। কিন্তু তাকে দেখে কে বলবে! কাজল যেন যৌবন ধরে রেখেছেন। আজও তিনি সৌন্দর্যে মাত দিতে পারেন এই প্রজন্মের বলিউড নায়িকাদের।