×
Entertainment

শরীর ঢাকা নামমাত্র পোশাকে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী দিশা পাটানি

ভারতীয় চলচ্চিত্রে অতি জনপ্রিয় মুখ দিশা পাটানি। এই তো কিছুদিন হল বলিউডে এসেছে। আর আসার পর থেকেই সকলের নজর বন্দি এই হট গ্ল্যামার ডিভা। আর হবে নাই বা কেন তার সুন্দরী, সুঠাম চেহারা সঙ্গে উষ্ণ চাউনিতে সবাই তো বোল্ড আউট।

নিজের উপর লাইম লাইট কি করে ধরে রাখতে হয় তা বোধহয় দিশা পাটানির চেয়ে ভালো কেউ জানে না। নিত্য নতুন ফটোশ্যুটে নেটিজেনদের মনে ঝড় তুলতে তার খুব একটা বেশি সময় লাগে না। দিশা পাটানি হল এ যুগের নতুন স্টাইল স্টেট মেন্ট।

ADVERTISEMENT

১৯৯২ সালে ১৩ জুন তার জন্ম হয়। ২০১৫ সালে ক্যাডবেরি ডেইরি মিল্ক এর বিজ্ঞাপনে অংশগ্রহণ তাকে ব্যাপক পরিচিতি দিয়েছিল। এরপরই ২০১৫ সালেই লোফার সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার প্রথম চলচ্চিত্রে অভিষেক ঘটে। তবে, এম এস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি সিনেমায় ধোনির বায়োপিকে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।

তবে, তার হাতে ছবি থাক বা না থাক সোশ্যাল মিডিয়ায় দিশা বেশ রেগুলার। যখনই সুযোগ পান তখনই ছড়িয়ে দিন উষ্ণতার ঝড়। আর তেমনই সম্প্রতি তিনি একটি ছবি ইনস্ট্রগ্রামে তার হ্যান্ডেলে পোস্ট করেছেন।

তাতে দেখা যাচ্ছে দিশা লাল রঙের বিকিনি পরে সমুদ্রে রোদ মাখছেন। এই ছবি আপলোড হওয়ার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। বিকিনি হোক বা ওয়েস্টার্ন উষ্ণতা ছড়িয়ে পোজ দিতে সর্বদাই পটু দিশা।

ADVERTISEMENT

Related Articles