×
Entertainment

Bipasha Basu: শীঘ্রই মা হতে চলেছেন বিপাশা বসু, স্বামী করণের সঙ্গে আদরমাখা ছবি শেয়ার করলেন অন্তঃসত্ত্বা নায়িকা

মা হতে চলেছেন নায়িকা বিপাশা বসু

Bipasha Basu Pregnant: ২০১৬ সালে গাঁটছড়া বাঁধে অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) ও অভিনেতা করণ সিং গ্রোভার (Karan Singh Grover)। তবে আজ অর্থাৎ ২০২২ সালের ১৬ই অগাস্ট সকাল সকাল নিজেদের প্রথম সন্তান আসার কথা ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইনস্টাগ্রামে তারকা দম্পতি ফটো দিয়ে এই ঘোষণা করেছেন। যেখানে বিপাশা একটি সাদা শার্ট পরে বেবি বাম্প উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে। তার সামনেই হাঁটু মুড়ে বসে আছে সদ্য ঘোষিত বাবা অর্থাৎ করণ।

ফটোর থেকেও বেশি বিপাশার ইমোশনাল ক্যাপশন যা নজর কাড়তে বাধ্য। তিনি লিখেছেন -‘জীবনের একটা নতুন সময় আসতে চলেছে। আমাদের প্রতিদিনের জীবনের সম্পূর্ণ নতুন একটা আলোক রেখা যোগ হতে চলেছে কিছু দিনের মধ্যে। আমরা যা ছিলাম তার থেকে আরও একটু বেশি পরিপূর্ণ হতে চলেছি। খুব তাড়াতাড়ি আমরা তিনজন হতে চলেছি। আমাদের ভালোবাসার কারণে আমাদের সন্তান খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগ দেবে।’

 

View this post on Instagram

 

A post shared by bipashabasusinghgrover (@bipashabasu)

সবাইকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাতে বলেছেন বিপাশা। তবে সব শেষে বঙ্গতনয়া ‘দুগ্গা.. দুগ্গা’ বলেছেন যা দেখে বাঙালিরা আবেগে ভেসেছেন। বলিউডের হাওয়া যে নায়িকাকে বদলায়নি তা দেখে ভালো বলেছেন সকলে। শামিতা শেট্টি, মালাইকা আরোরা, কপিল শর্মা, রিহা চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল, এষা গুপ্তা সবাই জুটিকে শুভেচ্ছা জানিয়েছে। অন্যদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়ের কয়েক মাসের মাথাতেই প্রেগনেন্সির ঘোষণা করে দিয়েছেন। এখন শুধু দেখার এসব তারকা দম্পতিদের সন্তান কবে পৃথিবীতে আসে।