×
EntertainmentNewsTrending

ফের শোকের ছায়া অভিনয় জগতে, সুশান্তের পর আত্মঘাতী হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী

২০২০ সালটা সকলের কাছে তো বটেই বিশেষ করে বলিউড জগতের কাছে দুঃ সময়ের ইতিহাস হয়ে থাকবে। একের পর এক মৃত্যু ঘটে গিয়েছে বলিউডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুত, ইরফান খান, ঋষি কাপুর, মোহিত বাঘেল সহ বিখ্যাত গীতিকার ওয়াজিদ খানের মতো মানুষের মৃত্যু হয়েছে এই বছর। তবে, এখনও সেই মৃত্যু মিছিল থামেনি।

এই সালটায় মানুষ পাওয়ার চেয়ে হারিয়েছে বেশি। আর সেই হারানোর তালিকায় সবার প্রথমেই রয়েছে কাছের মানুষদের হারানো। এবার আরও এক বলিউড অভিনেত্রী পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন তারাদের দেশে। তাঁর নাম আর্যা বন্দ্যোপাধ্যায়। সেতার বাদক পন্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় এর মেয়ে হলেন আর্যা।

বলিউডে তাঁর অভিনীত দুটি উল্লেখযোগ্য ছবি হল- এলএসডি: লাভ সেক্স অউর ধোকা, ডার্টি পিকচার। তাঁর বাড়ি যোধপুর পার্কে। সূত্রের খবর শুক্রবার সকালে ঝুলবারান্দায় তাঁকে শেষবারের মত দেখা গিয়েছিল। এরপর তাঁর পরিচারিকা এসে ডাকাডাকি করলেও দরজা খোলেন না তিনি। এরপর ফোন করলেও কোন সাড়া পাওয়া যায় না। আর তারপরই প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজা খোলা হলে মেলে অভিনেত্রীর নিথর দেহ।

এরপর পুলিশ এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠায়। তবে, পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে তাঁর। তবে, পরিচারিকা ও অন্যান্য অনেকের মতে অভিনেত্রী কারোর সঙ্গে মিশতেন না। এমনকি কখনও গল্প-গুজবও করতেন না। বাড়িতে কখনও কোন বন্ধু- বন্ধক আসতেও দেখেনি কেউ।

তবে, পুলিশ দেহটি উদ্ধার করার পর নাকে মুখে রক্তের দাগের সঙ্গে বমিও লেগে থাকতে দেখেছিল। অভিনেত্রী নেশা করতেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ২০২০ সালটায় অনেক অপ্রত্যাশিত মৃত্যু আমাদের দেখতে হচ্ছে। আর তেমনই এক মৃত্যু হল এই তরুণ অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের। অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ সবাই।