×
EntertainmentTrending

শীঘ্রই আসছে নতুন অতিথি, জমিয়ে সাধের অনুষ্ঠান সেলিব্রেট করলেন হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী

হিন্দি টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অনিতা হাসানান্দানি। শীঘ্রই তিনি মা হতে চলেছেন। আর সেই উপলক্ষে একতা কাপুর সাধ ভক্ষণের অনুষ্ঠানের আয়োজন করেন। আর তাই সোনালী রঙের লম্বা গাউনে অনিতাকে দেখা গেল সাধের অনুষ্ঠানে। তাঁর কোমরে ছিল সোনালী রঙের বেল্ট।

অনিতার মা হচ্ছেন আর তার সঙ্গে বাবা হচ্ছেন রোহিত রেড্ডিও। সেদিনের সাধের অনুষ্ঠানে স্বামী রোহন এর পরনে ছিল ধূসর রঙের সোয়েটশার্ট এবং নীল রঙের জিন্স সঙ্গে বাদামি রঙের জুতো।

এমনকি এই সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ইয়ে হ্যায় মহব্বত” ধারাবাহিকের তাঁর সহ অভিনেত্রী অদিতি ভাটিয়া। হলুদ রঙের ড্রেসে দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি গাড়ির মধ্যে সাধের অনুষ্ঠানে ঢোকার মুহূর্তে ক্যামেরাবন্দি হলেন একতা কাপুর।

এছাড়া, “ইয়ে হ্যায় মহব্বত” ধারাবাহিকে অনিতার স্বামীর ভূমিকায় যিনি অভিনয় করেন তিনি উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী র সঙ্গে। এমনকি উপস্থিত ছিলেন কারিশমা তান্না। সম্প্রতি অনিতা হাসানান্দানি র সাধের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।