×
Entertainment

এক রাতের জন্য ১০ কোটি নিয়েছিলেন ঐশ্বর্য! জল্পনা তুঙ্গে বলিপাড়ায়

কয়েকদিন আগেই ৪৭ এ পা দিয়েছেন বলিউডের অন্যতম সুন্দরী লেডি ঐশ্বর্য রাই বচ্ছন। তবে, তাঁর এই সৌন্দর্যে এখনও ঘায়েল ৮ থেকে ৮০সকলে। অভিনয় থেকে রিয়েল লাইফ সবসময়ই গসিপের শীর্ষে থাকে এই বলি সুন্দরী তথা বচ্চন ঘরনি।

বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর সঙ্গে বি টাউনে একের পর এক অভিনেতার নাম জড়িয়েছে। সব সময়ই পেজ থ্রি র শিরোনামে রয়েছে এই বলি সুন্দরী।

ADVERTISEMENT

একবার পাকিস্থানের প্রেসিডেন্ট আসিফ আলির সঙ্গেও নাম জরিয়েছিল তাঁর। রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানের জন্য নাকি ঐশ্বর্যকে আমন্ত্রন জানানো হয়েছিল আর তাঁর জন্য নাকি তাঁকে ১০ কোটি টাকাও দেওয়া হয়েছিল।

তবে, আদৌও এই খবর সত্যি নাকি তা নিয়ে আজও ধোঁয়াশা রয়ে গেছে। কারন এখনও এমন কোন তথ্য পাওয়া যায়নি যেখানে প্রমানিত ঐশ্বর্য রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানের জন্য ১০ কোটি টাকা নিয়েছেন। সেই সময় আরও একটি গুঞ্জন রটেছিল যে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এক রাতের জন্য নিয়েছিলেন ১০ কোটি। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

তবে, এই বিষয়টি নিয়ে তখন যথেষ্ট জল ঘোলা হয়েছিল। এমনকি বিষয়টি নিয়ে খুব রেগেও গিয়েছিলেন এই বলি কুইন।

১৯৭৩ সালে ১ নভেম্বর কর্ণাটকে জন্ম হয় তাঁর। অভিনয় জগতে পা রাখার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন। এরপর ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন তিনি।

এরপর ১৯৯৭ সালে তামিল ছবি ইরুভার ছবিতে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। কিন্তু প্রথম বাণিজ্যিক সাফল্য পান তামিল ছবি জিন্স এ। এরপরই ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘ হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।

ADVERTISEMENT

Related Articles