×
EntertainmentTrending

ফের আত্মঘাতী জনপ্রিয় বলিউড অভিনেতা, শোকের ছায়া অভিনয় জগতে

এই বছরটা যেন বলিউড জগতের কাছে দুঃ সময়ের ইতিহাস হয়ে থাকবে। একের পর এক মৃত্যু ঘটে চলেছে বলিউডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুত, ইরফান খান, ঋষি কাপুর, মোহিত বাঘেল সহ বিখ্যাত গীতিকার ওয়াজিদ খানের মতো মানুষের মৃত্যু হয়েছে এই বছর।

এবার আরও একজন অভিনেতা পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন। বৃহস্পতিবার বিখ্যাত বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ধর্মশালার ম্যাকলডগঞ্জ ভাড়া বাড়ি থেকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

ADVERTISEMENT

তবে, পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন তিনি। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত পুলিশ জানায়নি।

১৯৬৭ সালে মহারাষ্টের অমরাবতীতে তাঁর জন্ম হয়। তারপর ১৯৮৯ সাল থেকে তিনি মুম্বাইতে ছিলেন এবং সেখান থেকেই তার অভিনয়ের যাত্রা শুরু হয়। বলিউড জগতে অতি জনপ্রিয় মুখ আতিফ বাসরা।

অনুরাগ কাশপের “ব্ল্যাক ফ্রাইডে” তে কুরেশির চরিত্রে অভিনয় করে সকলের নজর কাড়েন তিনি। এছাড়াও সুশান্ত সিং রাজপুতের কাই পো চে ছবিতেও উল্লেখ যোগ্য চরিত্রে অভিনয় করেন আতিফ বাসরা। এছাড়াও থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

তবে, ইতিমধ্যেই তাঁর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হিমাচল প্রদেশের এক আধিকারিক জানিয়েছে যে, ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে ধর্মশালায় তাঁর একটি সম্পত্তি লিজে দেওয়া ছিল। মাঝে মধ্যেই তিনি সেখানে যেতেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে অনেকেই।

ADVERTISEMENT

Related Articles