আমির খানের স্ত্রীকে চেনেন? অভিনেতার সবচেয়ে কাছের মানুষ তিনি, রইলো তার ছবি!
বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন আমির খান। অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক, টেলিভিশন উপস্থাপকও বটে। তাঁর পুরো নাম মোহাম্মদ আমির হোসেন খান। তিনি অভিনয় দিয়েই সকল দর্শকদের মন জয় করে নিয়েছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
এরপর ১৯৮৬ সালের ১৮ এপ্রিল রীনা দত্ত নামের এক তরুণীকে বিয়ে করেন অভিনেতা আমির খান। তাঁদের জুনায়েদ নামের একটি পুত্র ও ইরা নামের একটি মেয়েও রয়েছে। এরপর ২০০২ সালে আমির খান রীনাকে তালাক দেন এবং জুনায়েদ ও ইরার দায়িত্ব ইরা নেন।
এর তিন বছর পর অর্থাৎ ২০০৫ সালের ২৮ ডিসেম্বর আমির খান কিরণ রাও কে বিয়ে করেন। যিনি আমিরের লাগান চলচ্চিত্রের পরিচালকের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
বর্তনামে আমির খান ও কিরণ বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে একজন। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। যার নাম আজাদ। কিরণকে বিয়ে করার পর আমির নাকি বুঝতে পারেন যে, কিরণকে ছাড়া তাঁর জীবন অসম্পূর্ণ।
আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর কিরণই তাঁকে সাধ দিয়েছিলেন বলে জানা যায়। এমনকি জানা যায় দ্বিতীয়বার বিয়ের আগে কিরণের সঙ্গে নাকি লিভ ইন সম্পর্কেও ছিলেন আমির। তবে, বর্তমানে কিরণের সঙ্গে আমিরের সম্পর্ক অন্যান্য সুখী দাম্পত্য জীবনের মতোই। এই মুহূর্তে কিরণ ও আজাকে নিয়ে সুখেই সংসার করছেন আমির খান।