Entertainment

যৌন দৃশ্যে ভরপুর Ullu-র এই ৫ টি ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

Advertisement
Advertisements

বর্তমানে সিনেমা হল থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্ম সময় কাটান। সেগুলি যদি আবার হয় অ্যাডাল্ট কিংবা ঘাম ঝরানো তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই একটি অ্যাপ হলো উল্লু (Ullu)। যেখানে আছে অ্যাডাল্ট ওয়েব সিরিজের ভান্ডার। এখন মানুষ এই সিরিজ গুলি দেখতেই বেশি পছন্দ করেন। চলুন আজ তেমনই সবথেকে পাঁচটি হট ও অ্যাডাল্ট ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করা যাক।

১) Anniversary surprise:

  • উল্লুর এই বিখ্যাত সিরিজ দেখলে আপনার অবশ্যই ঘাম ঝরবে। এক মহিলার সাথে কার্যত দুটি পুরুষের অবাধ যৌনতা দেখা গেছে। দেওর ও তার বন্ধুর সাথে নিজের বৌদির ঘনিষ্টতা বৃদ্ধি পায়। শুধু তাই নয় একসময় তাদের শারীরিক সম্পর্ক হয়। কিন্তু কিহবে এর পরে? তা জানতে হলে আপনাকে দেখতে হবে শাহাদ ওয়েব সিরিজ।

২) The choice:

  • সিরিজ জুড়ে আছে শুধুমাত্র উদ্দাম যৌনতা। তিন জনের ত্রিকোণ প্রেম। একটি মেয়ের সাথেই দুটি ছেলের সম্পর্কের কথা দেখানো হয়েছে।

৩) Panchali :

  • এই সিরিজে একটি মহিলার চার চারটি স্বামীকে দেখানো হয়েছে। তবে পঞ্চম যে ছেলেটি কিন্তু এই স্বামী ও সন্তান মানতে বারণ করে দেন। তবে পরে সে সেই মহিলার প্রেমে পরে যায়।

৪) Melting Cheese:

  • ২০১৮ সালের এই সিরিজ কার্যত খুবই ঘাম ঝরানো। এক যুগলের কাহিনী তুলে ধরা হয়েছে সিরিজের মধ্যে দিয়ে।

৫) Mona Home Delivery:

  • উল্লুর আরেক ঘাম ঝরানো সিরিজ হলো মোনা হোম ডেলিভারি। কমেডি ড্রামা যুক্ত এই সিরিজ দর্শকদের খুবই পছন্দের। নির্লজ্জের সব সীমা অতিক্রম হয়েছে এই সিরিজে।