‘কলকাঠি নেড়ে আমার কাজ কেড়ে নেওয়া হয়েছে ‘, বিস্ফোরক অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়

‛ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বেশি’! অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee) আত্মজীবনী ‛আমি বিপ্লব’-এ এসে এমনই মত অভিনেতার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা হলেন বিপ্লব চ্যাটার্জি। মূলত খলনায়কের চরিত্রে তাকে দেখা গিয়েছে। নাই নাই করে প্রায় ৫৩ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। বেশিরভাগ সময়ই তাকে নায়কের হাতে মার খেতে দেখা গিয়েছে। যদিও সবশেষে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে দর্শকমহলে।
‛প্রজাপতি’, ‛লোফার’, ‛মহান’-র মতো জনপ্রিয় সব সিনেমায় তাকে দেখা গিয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী ‛আমি বিপ্লব’। বই লেখার দায়িত্বে ছিলেন সুমন গুপ্ত। বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিপ্লব ছাড়াও হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভাশিস মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। আর সেখানে এসেই জীবনে পাওয়া না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিপ্লব।
অভিনেতা বলেছেন যে, ‛এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পর আমি অনেকের বন্ধু হলেও, আমি তেমন বন্ধু পেলাম না’। তিনি আরও বলেছেন যে, ‛যেমন প্রচুর কাজ করেছি তেমনই আবার অনেক কাজ হাতছাড়া হয়ে গিয়েছে। অনেকেই শত্রুতা করেছেন। কলকাঠি করে আমায় কাজ করতে দেননি। তাই ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুর থেকে শত্রুর সংখ্যাই বেশি’।
বিপ্লব চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে এমনই সব মন্তব্য করেছেন। আর এই মন্তব্য সকলের নজর কেড়েছে।