‘প্রসেনজিৎ খুবই চালাক, তাপস পাল গাধা আর চিরঞ্জিৎ বড্ড পাকা’! বিস্ফোরক মন্তব্য বিপ্লব চট্টোপাধ্যায়ের

Biplab Chatterjee সিনেমার পর্দায় নায়ক-নায়িকার ভূমিকা যতখানি গুরুত্বপূর্ণ ঠিক ততটাই খলনায়ক বা খলনায়িকার ভূমিকাও গুরুত্বপূর্ণ। আর তেমনই বাংলা ছবির জনপ্রিয় খলনায়ক হলেন বিপ্লব চ্যাটার্জি (Biplab Chatterjee)। একের পর এক সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে নিজের জায়গা করেছেন। তবে, একসময় সিনেমার পর্দায় চুটিয়ে কাজ করলেও এখন আর তাকে সেভাবে সিনেমায় দেখা যায় না। বেশ কিছু বছর হল তিনি অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন।
এরই মাঝে একবার জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো ‛অপুর সংসার’-এ হাজির হয়েছিলেন অভিনেতা। শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। জীবনের নানান ওঠাপড়ার কথাই এদিন এই মঞ্চে তুলে ধরেছিলেন অভিনেতা। এরই মাঝে শাশ্বত বিপ্লবকে টলিউডের তিন অভিনেতা চিরঞ্জিত, তাপস পাল, প্রসেনজিৎ সম্পর্কে একটি করে লাইন বলে যেতে বলেন। শাশ্বতর করা প্রশ্নের জবাবে অভিনেতা যা বলেছিলেন তাতে অবাক হয়ে যান সকলেই।
বিপ্লব বাবু উত্তরে বলেন যে, তাপস পাল হলেন গর্ধভ। আর চিরঞ্জিত হলেন বড্ডো পাকা। তবে, প্রসেনজিৎকে ‛ধূর্ত’ বলেই আখ্যা দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। এদিন নিজের জীবনের অনেক টানাপোড়েন সহ স্কুল ও কলেজ জীবনের ক্লাস পালানোর কথাও তুলে ধরেছেন অভিনেতা। ‘অপুর সংসার’-এর এই ভিডিওই সম্প্রতি নতুন করে ভাইরাল (Viral) হয়েছে।