EntertainmentVideoViral Video

খাঁটি বাঙালি! মেয়ের মুখেভাতে কেমন আয়োজন করলেন বিপাশা বসু? রইল ভিডিও

খাঁটি বাঙালি রীতিনীতি মেনে এবার মেয়ে দেবীর (Devi) মুখে ভাত দিলেন বলি অভিনেত্রী বিপাশা (Bipasha Basu)। প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। বলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন বিপাশা বসু। কেরিয়ারের এত গুলো বছর পেরিয়ে আসার পরও এখনও তার সৌন্দর্য্যে ঘায়েল বহু পুরুষ। গ্ল‍্যাডর‍্যাগস সুপারমডেল হওয়ার পর তিনি বলিউডে নিজের কেরিয়ার গড়ে তোলেন। ২০১৬ সালে ৩ বার ডির্ভোসী করনের (Karan Singh Grover) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

এরপর ২০২২ সালের ২২ নভেম্বর বিপাশা ও করণের (Bipasha-Karan) কোল আলো করে আসেন তাদের মেয়ে। আদর করে মেয়ের নাম রাখেন দেবী (Devi)। চলতি বছরের এপ্রিল মাসে প্রথমবার মেয়ের মুখ প্রকাশ্যে আনেন অভিনেত্রী। দেখতে দেখতে ৬ মাস কেটে গিয়েছে। আর এবার পালা মুখে ভাতের। আর তাইতো একেবারে খাঁটি বাঙালি রীতিনীতি মেনে মেয়ে দেবীর মুখে ভাত দিলেন বিপাশা। প্রবাসী বাঙালি বিপাশা বাংলার রীতিনীতি, সংস্কৃতিকে কখনও ভুলে জাননা।

আর তাইতো নিজের বিয়ে থেকে শুরু করে সাধ সবকিছুর মধ্যেই তিনি পুরোদস্তুর বাঙালিয়ানাকে বজায় রেখেছেন। মেয়ের ব্যাপারেও তার অন্যথা হয়নি। সম্প্রতি বিপাশা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও (Video)। আর তাতে ফুটে উঠেছে দেবীর মুখে ভাতের কিছু মুহূর্ত। লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠেছে ছোট্ট দেবী। কপালে লাল টিপ, মাথায় মুকুট, গলায় সোনার হার ও হাতে সোনার বালা। এমনকি পায়েও রয়েছে সোনার নুপুর।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

এদিন বিপাশার (Bipasha Basu) পরণে ছিল লাল-সাদা কম্বিনেশনের চুড়িদার। সিঁথিতে সিঁদুর, কপালে টিপ ও কানে বড় দুল। অন্যদিকে করণের (Karan Singh Grover) পরণে রয়েছে সাদা রঙের পাঞ্জাবি। এদিন দাদুর হাতে পায়েস খেয়ে মুখেভাত হয় ছোট্ট দেবীর। ঘরোয়া পরিবেশে কাছের বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনকে নিয়ে দেবীর মুখে ভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়। বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন বিপাশা। মেয়ের সঙ্গেই তার সময় কাটছে।

তবে, আগামী দিনে করণকে হৃত্বিক রোশনের ‛ফাইটার’ ছবিতে দেখা যাবে। সবমিলিয়ে বেশ ভালোই ভালোয় মিটেছে বিপাশার (Bipasha Basu) মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)