জনপ্রিয় হয়েও হলনা লাভ! সারেগামাপা-য় পঞ্চম স্থান পেয়ে মুখ খুললেন বুলেট

বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মধ্যে একটি হল ‛সারেগামাপা’ (SaReGaMaPa)। দীর্ঘ কয়েকমাসের লড়াইয়ের পর অবশেষে গত রবিবার অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড ফিনালে। ৬ জন সেরা প্রতিযোগীকে নিয়ে এগিয়েছে গ্র্যান্ড ফাইনালের পর্ব। রীতিমতো চাঁদের হাট বসেছিল সেদিন। আর ৬ জনের মধ্যে থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে বেছে নেওয়া হয়েছে সেরার সেরাকে।
তবে, অনুষ্ঠানের শুরুতে যতটাই উন্মাদনা ছিল, শেষে দর্শকদের মনে একরাশ ক্ষোভ সহ আক্ষেপ থেকে গেল। এমনকি ফের একবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে সারেগামাপা (SaReGaMaPa) নিয়ে। ৬ ফাইনালিস্টের মধ্যে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছে পদ্মপলাশ হালদার (Padma Palash Halder) ও অস্মিতা কর (Asmita Kar)।
এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অ্যালবার্ট কাবো (Allbert Kabo) ও সোনিয়া গ্যাজমের। তবে, বিচারকদের এই ফলাফলে একেবারেই খুশি হয়নি নেটিজেনরা। বরং তারা একাধিক প্রশ্ন তুলেছেন। তাদের মতে পদ্মপলাশ নয় এই রিয়েলিটি শোয়ের প্রকৃত বিজয়ী অ্যালবার্ট কাবো। এই সেই নিয়েই নেটিজেনরা রীতিমতো সুর চড়িয়েছেন।
তবে, এখানেই শেষ নয়। অ্যালবার্ট কাবোর পর জনপ্রিয়তা পেয়েছিল বিমান বুলেট (Biman Bullet)। উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুরের ছেলে তিনি। অনেক স্বপ্ন নিয়ে সারেগামাপা-র মঞ্চে এসেছিলেন। এমনকি বিভিন্ন ধরণের গানে তিনি পারদর্শীও বটে। কিন্তু তারপরেও গ্র্যান্ড ফিনালের মঞ্চে তার জায়গা হয়েছে পঞ্চম স্থানে। আর এই বিষয়ে এক সাক্ষাৎকারে বিমান বুলেট জানিয়েছেন যে, ‛যা হয় ভালোর জন্য হয়। যেটা হয়েছে খুব ভালো হয়েছে’।
এমনকি বিমান বুলেট আরও বলেছেন যে, ‛ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে, টপ সিক্সে নিজের জায়গা করে নিতে পেরেছিলাম। এত প্রতিযোগিদের ভিড়ে নিজের জায়গা করে নিতে পেরেছি শ্রোতাদের মনে। আমাকে নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশাই হয়তো পূরণ করতে পারিনি। তবে, ভবিষ্যতে নিজের কাজের মধ্যে দিয়ে তা পূরণ করার চেষ্টা করবো’।