‘ভ্যালেনটাইন্স ডে’ তে ইন্দিরাকে হাঁটু গেড়ে গোলাপ দিল ভিকি, ‘বাংলা মিডিয়াম’-এ আসছে বড়সড় চমক

প্রেমের সপ্তাহে ইন্দিরাকে চমক ভিকির। খুব কম সময় হল স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‛বাংলা মিডিয়াম’। আর এই সিরিয়ালের হাত ধরেই আবারও একবার টিভির পর্দায় ফিরে এসেছে জনপ্রিয় নীল-তিয়াশা (Neel-Tiyasha) জুটি। পুরোনো জুটিকে আবারও নতুন রূপে পেয়ে বেশ খুশি ভক্তরা।
‛কৃষ্ণকলি’ ধারাবাহিক থেকেই তাদের কেমিস্ট্রি বেশ পছন্দ করেছেন দর্শকেরা। আর এবারে নতুন রূপেও তাদের আগের মতোন করেই গ্রহণ করেছেন নেটিজেনরা। সম্প্রতি ধারাবাহিকের প্রথম পর্ব বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। একটা সময় ধারাবাহিকের প্রোমো ব্যাপক ট্রোলের মুখে পড়েছিল। তবে, বর্তমানে সেই ধারাবাহিকের পর্ব টেলিকাস্ট হতেই দর্শকেরা ভরাচ্ছেন প্রশংসায়।
ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, সম্প্রতি বিয়ে হয়েছে ইন্দিরা ও ভিকির । নেশাগ্রস্ত অবস্থায় ইন্দিরাকে বিয়ের মণ্ডপে দেখে কটাক্ষের মুখেও পড়েছে এই ধারাবাহিক। যদিও এই বিয়ে মেনে নেয়নি ইন্দিরা। যতই ভিকি তার স্বামী হোক অন্যায়ের বিরুদ্ধে সে সোচ্চার হবেই হবে। এটাই তার মত। তবে, এসবের মাঝে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো।
যেখানে দেখা যাচ্ছে যে, ভিকির মা ইন্দিরাকে বরণ করতে গেলে ইন্দিরা তাকে বাঁধা দেয়। বলে এই বিয়ে তার কাছে কোনো মানে নেই। আর তারপরই একেবারে আগের রূপে ফিরে আসে। আর এভাবে ঘরে ঢোকা মাত্রই দেখতে পায় চারিদিক সাজানো। পাশ থেকে ভিকি ইন্দিরাকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানায়। এমনকি হাঁটু গেড়ে ইন্দিরাকে গোলাপ ফুল দিয়ে বলে সব ভুলে নতুন করে শুরু করতে পারিনা আমরা?
এই কথায় খানিকটা হলেও মন গলে ইন্দিরার। তবে ওদিকে ভিকি মনে মনে বলতে থাকে যে, আমায় আপনি চেনেন না বাংলা মিডিয়াম। খেলা তো সবে শুরু। তাহলে কি এভাবে আবারও ইন্দিরার জীবনে ঘনিয়ে আসবে বড় কোনো বিপদ? সেকথা বলবে ধারাবাহিকের আগামী পর্ব।