×
Entertainment

বিক্রমের গালে ভালোবাসার চুম্বন ঐন্দ্রিলার, হবু বউয়ের কীর্তি দেখে যা করলেন অঙ্কুশ

টলিউডের নামকরা প্রথম সারির অভিনেতার মধ্যে একজন হলেন অঙ্কুশ হাজরা। আর অন্যদিকে বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা। সূত্রের খবর আগামী বছর অঙ্কুশ এবং ঐন্দ্রিলা বিয়ের পিঁড়িতে বসতে পারেন। যদিও এখনও অবধি কোন কথা খোলসা করে জানাননি তাঁরা।

অভিনেতা অনির্বান ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ লেখেন যে, শীগ্রই তোমার দলে যোগ দিচ্ছি। আর সেই থেকেই অঙ্কুশের বিয়ের জল্পনা আরও বেশি করে ছড়িয়ে পড়ে। সকলের অনুমান যে হয়তো শীগ্রই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেতা।

ADVERTISEMENT

এদের দুজনের বিয়ের কথার মাঝে হটাৎই এক পোস্ট চমকে দিল সবাইকে। সম্প্রতি
অঙ্কুশ নয় অভিনেতা বিক্রম চক্রবর্তীর গালে চুমু খেতে দেখা গেল ঐন্দ্রিলাকে। আর তেমনই একটি ছবি পোস্ট করেছেন অঙ্কুশ নিজেই। সঙ্গে ক্যাপশনে লিখেছেন “ও মা গো টুরু লাভ”। ছবিটা আবার ঐন্দ্রিলা ও বিক্রমকে ট্যাগও করেছেন। তবে, সকলেই বুঝেছে যে, এটা নিছকই অঙ্কুশ মজার ছলে করেছে।

নেটিজেনদের সকলেই জানেন যে, অঙ্কুশ, ঐন্দ্রিলা ও বিক্রম একে অপরের খুব ভালো বন্ধু। আর তাই তাঁদের মধ্যে যে এমন দুস্টু মিষ্টি মজা চলতেই থাকে এবং থাকবে সেটাই আসা করা যায়।

ADVERTISEMENT

Related Articles