Advertisement
EntertainmentVideoViral Video

৯০ দশকের জনপ্রিয় গান গেয়ে ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ মাতালেন বঙ্গকন্যা বিদীপ্তা, প্রশংসায় পঞ্চমুখ রাকেশ রোশন

Advertisement
Advertisements

‛Tanhai Tanhai’ ও ‛Kaho Naa Pyaar Hai’ গানে ইন্ডিয়ান আইডলের মঞ্চ মাতলেন বিদীপ্তা (Bidipta)। এই মুহুর্তে দাঁড়িয়ে হিন্দি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো হল ‛ইন্ডিয়ান আইডল’ (Indian Idol 13)। ট্যালেন্টেড সব প্রতিযোগীদের মন মাতানো পারফরম্যান্স-এ ভরে থাকে এই মঞ্চ। প্রায় প্রতি সপ্তাহেই এই মঞ্চে কোনো না কোনো সেলিব্রেটি হাজির হন। অভিনেতা, অভিনেত্রী, গায়ক, প্রযোজক, পরিচালক কেউই বাদ থাকেন না।

৯০ দশকের জনপ্রিয় গান গেয়ে 'ইন্ডিয়ান আইডল'-এর মঞ্চ মাতালেন বঙ্গকন্যা বিদীপ্তা, প্রশংসায় পঞ্চমুখ রাকেশ রোশন

Advertisements

আর এবারে ইন্ডিয়ান আইডলের মঞ্চে উপস্থিত হয়েছিলেন বলি অভিনেতা হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন (Rakesh Roshan)। আর এবার তারই সামনে গান গেয়ে মনজয় করলেন বিদীপ্তা। এদিন তাকে ‛koyla’ সিনেমার ‛Tanhai Tanhai’ গানটি গাইতে শোনা যায়। সিনেমায় শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের অনবদ্য কেমিস্ট্রি মনজয় করে নিয়েছিল সকলের। এই ছবিতে গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ ও অলকা ইয়াগণিক।

Advertisements

৯০ দশকের জনপ্রিয় গান গেয়ে 'ইন্ডিয়ান আইডল'-এর মঞ্চ মাতালেন বঙ্গকন্যা বিদীপ্তা, প্রশংসায় পঞ্চমুখ রাকেশ রোশন

এছাড়াও এদিন ‛Kaho Naa Pyaar Hai’ সিনেমার টাইটেল ট্র্যাকটি শোনা যায় বিদীপ্তার গলায়। হৃত্বিক রোশন ও আমিষা প্যাটেলের উপর পিকচারাইজেশন করা এই গানটিও গেয়েছিলেন অলকা ইয়াগণিক ও উদিত নারায়ণ। এদিন বিদীপ্তার গলায় এই গান শুনে মুগ্ধ হয় সকলেই। এমনকি রাকেশ রোশনও প্রশংসা করেন বিদীপ্তার গানের। ২০২০-২১ সিজেনের জি বাংলার ‛সারেগামাপা’-র একজন ফাইনালিস্ট ছিলেন বিদীপ্তা।

সোদপুরের মেয়ে বিদীপ্তা মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। দিদিকে গান গাইতে দেখেই গানের প্রতি তার ভালোবাসা জন্মায়। এরপর ধীরে ধীরে গানের তালিম নিতে থাকে। বর্তমানে তার গানের গলায় মুগ্ধ সকলেই