টিপ টিপ বর্ষা পানি, দুর্দান্ত গান গেয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চ মাতালো বঙ্গতনয়া বিদিপ্তা, মুগ্ধ রহিত শেট্টি

ইন্ডিয়ান আইডলের (Indian Idol 13) মঞ্চে এবার হাজির হলেন রোহিত শেট্টি (Rohit Shetty) সহ রণবীর সিং (Ranveer Singh) ও জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Farnandez)। টেলিভিশনের পর্দায় সিরিয়ালের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শো থাকে যার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন দর্শকেরা। আর থাকবেন নাই বা কেন এই রিয়েলিটি শোর মাধ্যমেই অনেক নতুন নতুন প্রতিভাবান শিল্পীরা উঠে আসেন টিভির পর্দায়।
View this post on Instagram
গান, নাচ ও অন্যান্য কোনো না কোনো এক্টিভিটির মাধ্যমে মন জয় করে দর্শকদের। আর তেমনই একটি রিয়েলিটি শো হল ‛ইন্ডিয়ান আইডল সিজন ১৩’। আর সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় সব ব্যক্তিত্বরা। এদিনের মঞ্চে বিদীপ্তা ‛টিপ টিপ বরষা পানি’ গানটি গেয়ে শোনান। ‛মোহরা’ সিনেমায় এই গানটি গেয়েছিলেন অলকা ইয়াগণিক ও উদিত নারায়ণ। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন।
View this post on Instagram
এবার সেই গানেই বিদীপ্তা মাতালো ইন্ডিয়ান আইডলের মঞ্চ। স্বভাবতই তার গান শুনে মুগ্ধ মঞ্চে উপস্থিত সকলেই। বিদীপ্তার গাওয়া এই গানে আবার কোমর দোলাতেও দেখা যায় জ্যাকলিন ও রণবীরকে। ১০ সেপ্টেম্বর থেকে সোনি টিভির (Sony Tv) পর্দায় শুরু হয়েছে ‛ইন্ডিয়ান আইডল ১৩’ (Indian Idol 13)। গত সিজেনে একটুর জন্য বঙ্গ কন্যা অরুনিতার (Arunita) হাত থেকে ছিটকে গিয়েছিল জয়ের ট্রফি।
View this post on Instagram
তবে, এবারে কেউ কাউকে ১ ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আর এই মঞ্চেরই প্রতিযোগি বিদীপ্তা। ২০২০-২১ সিজেনের জি বাংলার ‛সারেগামাপা’-র একজন ফাইনালিস্ট ছিলেন বিদীপ্তা। সোদপুরের মেয়ে বিদীপ্তা মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। দিদিকে গান গাইতে দেখেই গানের প্রতি তার ভালোবাসা জন্মায়। এরপর ধীরে ধীরে গানের তালিম নিতে থাকে। বর্তমানে তার গানের গলায় মুগ্ধ সকলেই।