Advertisement
EntertainmentVideoViral Video

দুর্দান্ত গান গেয়ে জাতীয় মঞ্চ মাতালেন বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় পঞ্চমুখ রনবীর কাপুর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

রণবীরের (Ranbir Kapoor) উপস্থিতিতে তারই সিনেমার গান দিয়ে মঞ্চ মাতালেন বিদীপ্তা (Bidipta Chakraborty)। এই মুহুর্তে দাঁড়িয়ে হিন্দি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো হল ‛ইন্ডিয়ান আইডল’ (Indian Idol 13)। ট্যালেন্টেড সব প্রতিযোগীদের মন মাতানো পারফরম্যান্স-এ ভরে থাকে এই মঞ্চ। প্রায় প্রতি সপ্তাহেই এই মঞ্চে কোনো না কোনো সেলিব্রেটি হাজির হন। অভিনেতা, অভিনেত্রী, গায়ক, প্রযোজক, পরিচালক কেউই বাদ থাকেন না।

দুর্দান্ত গান গেয়ে জাতীয় মঞ্চ মাতালেন বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় পঞ্চমুখ রনবীর কাপুর, ভাইরাল ভিডিও

Advertisements

আর এবারে ইন্ডিয়ান আইডলের মঞ্চে উপস্থিত হয়েছিলেন বলি অভিনেতা রণবীর কাপুর। একজন অভিনেতার পাশাপাশি তিনি যে জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরের ছেলে তা আশাকরি কাউকে বলার অপেক্ষা রাখেনা। এছাড়াও তিনি বলি অভিনেত্রী আলিয়া ভাটের স্বামী। সম্প্রতি তার নতুন পরিচয় তিনি বাবা হয়েছেন। আর সেই খুশিতে অভিনেতা যেন একটু বেশিই গ্লো করছেন।

Advertisements

সম্প্রতি ইন্ডিয়ান আইডল মঞ্চের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে, বিদীপ্তা শুরুতেই রণবীরের প্রশংসা করছেন। বলছেন যে, আপনি খুব কিউট ও হ্যান্ডসাম। এরপরই বিদীপ্তা রণবীরকে প্রশ্ন করেন আপনার পছন্দের হিরোইন কে? তারপরই রণবীর মজা করে বলেন যে, সেটা বললে বাড়িতে মার খেতে হবে। যদিও সেটা মজার ছলেই বলেন। কিন্তু তারপরই জানান অনুষ্কা শর্মার সঙ্গে তার খুব ভালো বন্ডিং।

দুর্দান্ত গান গেয়ে জাতীয় মঞ্চ মাতালেন বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় পঞ্চমুখ রনবীর কাপুর, ভাইরাল ভিডিও

এমনকি এদিন রণবীরও বিদীপ্তার প্রশংসা করেন। শুধু তাই নয়, এরপর স্টেজে দুজনকে ‛Show Me The Thumka’ গানে একসঙ্গে কোমর দোলাতে দেখা যায়। এরপরই বিদীপ্তা রণবীরের ‛Ajab Prem Ki Ghazab Kahani’ সিনেমার ‛Tu Jane na’ গানটি গায়। এছাড়াও ‛Tu Na Jaane Aas Paas Hai Khuda’ গানটি গায়। যথারীতি বিদীপ্তার গানে মুগ্ধ হয় রণবীর। এমনকি গানটিতে বিদীপ্তার চেঞ্জেস নিয়েও কথা বলেন রণবীর। এমনকি বিচারকরাও প্রশংসা করেন বিদীপ্তার গানের। সবমিলিয়ে আবারও একবার বিদীপ্তার জমজমাট পারফরম্যান্সয়ের সাক্ষী রইলো সকলে।