Advertisement
EntertainmentViral Video

আশা ভোঁসলে ও পঞ্চমজীকে শ্রদ্ধা জানিয়ে দুর্দান্ত গান গাইল বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Advertisement
Advertisements

ফের একবার বিদীপ্তা (Bidipta) ও ঋষির (Rishi) দুর্দান্ত পারফরম্যান্স-এ জমে উঠলো ‛ইন্ডিয়ান আইডল’-র (Indian Idol) মঞ্চ। এদিন রাহুলদেব বর্মন (Rahul Dev Barman) ওরফে আরডি বর্মন তথা পঞ্চমজী ও আশা ভোঁসলেকে (Asha Bhosle) শ্রদ্ধা জানানো হয়। আর তাইতো এদিন এই মঞ্চে একেরপর এক গানের ফোয়ারা ছোটে। আরডি বর্মনের কম্পোজিশনে আশা ভোঁসলে যে কত গান গেয়েছেন তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়। আর সেই সুরই তাদের বেঁধেছিলেন সাতপাকে।

আশা ভোঁসলে ও পঞ্চমজীকে শ্রদ্ধা জানিয়ে দুর্দান্ত গান গাইল বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Advertisements

আর তাদেরই এক রাতের গল্প এদিন উঠে আসে এই মঞ্চে। একবার পঞ্চমজি গ্লাসের পর গ্লাস সূরা পান করছিলেন। যা একেবারেই পছন্দ ছিল না আশাজির। কেননা এটি শরীর ও গান দুয়ের পক্ষেই ক্ষতিকারক। কিন্তু তাতেও কথা শোনেনি পঞ্চমজি। এরপর রাগ করে মায়ের কাছে চলে যায় আশা ভোঁসলে। যেই না আশা চলে যায় ওমনি নেশা কেটে যায় পঞ্চমের। ফোন করে আশাকে গান শুনিয়ে বাড়ি ফিরিয়ে আনে।

Advertisements

তাদের গানের জগতের বলুন রিয়েল লাইফে জুটির কথা কারোর কাছে অজানা নয়। আর তাই এদিন তাদের সম্মান জানিয়েই প্রথমে বিদীপ্তা ও পরে বিদীপ্তা ও ঋষির যুগলবন্দীতে জমে ওঠে মঞ্চ। প্রথমেই বিদীপ্তা ‛Hum Kisise Kum Naheen’ সিনেমার ‛Ye Ladka Haye Allah’ সিনেমার গানটি গায়। এরপর দুজনে মিলে ‛Jaane Ja Dhoondta Phir Raha’ গানটি গায়।

প্রতিবারের মতো এবারেও তার গানে মুগ্ধ হয় বিচারক থেকে দর্শকমণ্ডলী। বর্তমানে এই শোয়ে বিচারকের আসনে দেখা যাচ্ছে বিশাল দাদলানি (Vishal Dadlani), হিমেশ রেশমিয়াকে (Himesh Reshammiya)। এখন শুধু দেখার পালা সেরার শিরোপা কার মাথায় ওঠে।