×
EntertainmentVideoViral Video

Bidipta Chakraborty: দুর্দান্ত গান গেয়ে জাতীয় মঞ্চ মাতালেন বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় ভারাচ্ছেন নেটিজেনরা

বিদীপ্তা (Bidipta) ও ঋষির (Rishi) ডুয়েট গানে এবার মাতলো ইন্ডিয়ান আইডলের (Indian Idol 13) মঞ্চ। আর সেখানেই এবার হাজির ছিলেন বলিউডের পরিচালক করণ জোহর (Karan Johar)। প্রায় সময়ই এই মঞ্চে কোনো না কোনো সেলিব্রেটির দেখা মেলে। রোহিত শেট্টি থেকে শুরু করে রণবীর সিং, জ্যাকলিন, অর্জুন কাপুর, রীতেশ দেশমুখ, জেনেলিয়া, মাধুরী দীক্ষিত, সস্ত্রীক শত্রুঘ্ন সিনহা সহ অনেকেই এসেছেন এই মঞ্চে।

Bidipta Chakraborty: দুর্দান্ত গান গেয়ে জাতীয় মঞ্চ মাতালেন বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় ভারাচ্ছেন নেটিজেনরা -

এমনকি প্রীতিযোগীদের মন মাতানো পারফরম্যান্সে তারা মুগ্ধও হয়েছেন বৈকি। আর এদিন সেই মঞ্চই অলংকৃত করতে হাজির হয়েছিলেন করণ জোহর। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার অপেক্ষা রাখেনা। একাধিক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তবে, আবার কখনও কখনও নেপোটিজম প্রসঙ্গে তাকে কাঠগড়ায়ও তুলেছেন নেটিজেনরা।

এই মুহূর্তে হিন্দি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো হল ইন্ডিয়ান আইডল (Indian Idol 13)। টেলিভিশনের পর্দায় সিরিয়ালের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শো থাকে যার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন দর্শকেরা। অনেক নতুন নতুন প্রতিভাবান শিল্পীরা উঠে আসেন এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে। গান, নাচ ও অন্যান্য কোনো না কোনো এক্টিভিটির মাধ্যমে মন জয় করেন দর্শকদের।

আর তারই মধ্যে একজন প্রতিযোগী হলেন বিদীপ্তা। সোদপুরের মেয়ে বিদীপ্তা শুরু থেকেই তার গান দিয়ে মুগ্ধ করেছেন বিচারক সহ দর্শকদের। এমনকি এই মঞ্চে আসা সেলেবরাও তার গানের প্রশংসা করতে ভোলেননা। তার গানের প্রশংসা যতই করা হোক না কেন তা যেন কম পরে। এদিন ঋষির সঙ্গে জুটি বেঁধে তাকে ‛Teri Meri Dosti Pyar Main Badal Gayi’ গানটি গাইতে শোনা যায়।

তবে, শুধু ডুয়েটেই নয় এদিন ‛Kuch Kuch Hota Hai’ সিনেমার টাইটেল ট্র্যাকটিও গাইতে শোনা যায় বিদীপ্তাকে। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে এই গানটি গেয়েছিলেন অলকা ইয়াগণিক। কাজল, শাহরুখ ও রানীর কেমিস্ট্রি ছিল দেখার মতো। আজও এই ছবি প্রতিটি দর্শকের কাছে পছন্দের। এদিন বিদীপ্তার গান শুনে মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে হাততালি দেয় করণ।

Bidipta Chakraborty: দুর্দান্ত গান গেয়ে জাতীয় মঞ্চ মাতালেন বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় ভারাচ্ছেন নেটিজেনরা -

এমনকি বিচারক বিশাল দাদলানি (Vishal Dadlani), হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya) মুগ্ধ হয় বিদীপ্তার গানে। সবমিলিয়ে একটি জমজমাট পর্বের সাক্ষী থাকবেন দর্শকেরা। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। আর যা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।