লতা মঙ্গেশকরের গান গেয়ে ‘ইন্ডিয়ান আইডল’-র মঞ্চ মাতালো বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় পঞ্চমুখ বিচারকরা

‛তু সোলা বারাসকি ম্যায় সাতেরা বারাস কা’ গানে এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চ ভরালেন বিদীপ্তা (Bidipta) ও ঋষি (Rishi)। সম্প্রতি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) সম্মান জানানো হয়েছে। আর সেই উপলক্ষে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ও পেয়ারেলাল জি (Pyarelal) হাজির হয়েছিলেন এই মঞ্চে। আর সেখানেই গানে গানে জমে উঠেছিল মঞ্চ।
প্রায় সময়ই এই মঞ্চে কোনো না কোনো সেলিব্রেটির দেখা মেলে। রোহিত শেট্টি, রণবীর সিং, জ্যাকলিন, অর্জুন কাপুর, রীতেশ দেশমুখ, জেনেলিয়া সকলেই এসেছেন এই মঞ্চে।
এমনকি প্রীতিযোগীদের মন মাতানো পারফরম্যান্স এ তারা মুগ্ধও হয়েছেন বৈকি। আর এবার বিদীপ্তা ও ঋষির পারফরম্যান্স-এ মন জুড়ালো সবার।
বিদীপ্তা ও ঋষির জোড়ি নিয়ে নতুন করে বলার কিছু নেই। এর আগেও তাদের গানে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা সহ বিচারকরা। আর এবারেও তেমনটাই হয়েছে। এদিন গান চলাকালীন পেয়ারেলাল জি কে ইশারা করতেও দেখা যায়। বিচারকের আসনে তিনি ছাড়াও ছিলেন শ্রেয়া ঘোষাল। ইন্ডিয়ান আইডলের মঞ্চের একজন পছন্দের প্রতিযোগী হলেন বিদীপ্তা।
View this post on Instagram
২০২০-২১ সিজেনের জি বাংলার সারেগামাপা-র একজন ফাইনালিস্ট ছিলেন বিদীপ্তা (Bidipta Chakraborty)। সোদপুরের মেয়ে বিদীপ্তা মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। প্রথমদিকে দিদিকে গান গাইতে দেখেই গানের প্রতি তার ভালোবাসা জন্মায়। এরপর ধীরে ধীরে গানের তালিম নিতে থাকে। আর এখন তার গানের গলায় মুগ্ধ সকলেই।