×
EntertainmentVideoViral Video

বাংলার জয়জয়কার! অনুষ্কার পর জাতীয় মঞ্চে দুর্দান্ত গান গেয়ে বিচারকদের মুগ্ধ করলেন বিদীপ্তা, ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান আইডল ১৩ র (Indian Idol 13) মঞ্চে এবার বিদীপ্তার (Bidipta Chakraborty) গানে মন জুড়ালো বিচারকদের। ২০২০-২১ সিজেনের জি বাংলার সারেগামাপার একজন ফাইনালিস্ট ছিলেন বিদীপ্তা। সোদপুরের মেয়ে বিদীপ্তা মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। দিদিকে গান গাইতে দেখেই গানের প্রতি তার ভালোবাসা জন্মায়। এরপর ধীরে ধীরে গানের তালিম নিতে থাকে। আর এখন তার গানের গলায় মুগ্ধ সকলেই।

বাংলার জয়জয়কার! অনুষ্কার পর জাতীয় মঞ্চে দুর্দান্ত গান গেয়ে বিচারকদের মুগ্ধ করলেন বিদীপ্তা, ভাইরাল ভিডিও -

১০ সেপ্টেম্বর থেকে সোনি টিভির পর্দায় শুরু হয়েছে ‛ইন্ডিয়ান আইডল ১৩'(Indian Idol 13)। অনুষ্কার মতো বিদীপ্তাও থাকছেন এই মঞ্চে। সম্প্রতি সোনি টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে অডিশন পর্বে বিদীপ্তাকে ‛দিল দিওয়ানা বিন সাজনাকে মানে না’ গান গাইতে দেখা যাচ্ছে। এত মধুর তার কন্ঠ যে বিচারকরা তার গানের প্রশংসা করতে গিয়ে রীতিমতো ভাষা হারিয়েছেন।

হিমেশ রেশমিয়া তো বলেই ফেললেন তুমি এঞ্জেলের মতো গান গেয়েছো। বিচারকের আসনে রয়েছেন নেহা কক্কর (Neha Kakkar), বিশাল দাদলানি (Vishal Dadlani), হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya)। প্রত্যেকেই মুগ্ধ বিদীপ্তার গানে। আর সেটা বোঝা যাচ্ছে বিচারকদের উত্তেজনা দেখে। শনি ও রবিবার রাত ৮ টায় সোনি টিভির পর্দায় দেখা যাবে এই শো।