দুর্দান্ত গান গেয়ে মঞ্চ মাতালো বঙ্গতনয়া বিদিপ্তা, প্রশংসায় ভরালো অভিনেতা জিতেন্দ্র, ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান আইডলের (Indian Idol 13) মঞ্চে এবার হাজির হলেন বলি অভিনেতা জিতেন্দ্র। টেলিভিশনের পর্দায় সিরিয়ালের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শো থাকে যার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন দর্শকেরা। আর থাকবেন নাই বা কেন এই রিয়েলিটি শোর মাধ্যমেই অনেক নতুন নতুন প্রতিভাবান শিল্পীরা উঠে আসেন টিভির পর্দায়। গান, নাচ ও অন্যান্য কোনো না কোনো এক্টিভিটির মাধ্যমে মন জয় করে দর্শকদের।
View this post on Instagram
আর তেমনই একটি রিয়েলিটি শো হল ‛ইন্ডিয়ান আইডল সিজন ১৩’। আর সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় এভারগ্রিন অভিনেতা জিতেন্দ্র। এদিনের মঞ্চে বিদীপ্তা ‛Sheesha Ho Ya Dil Ho Akhir Toot Jata Hai’ গানটি গেয়ে শোনান। ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‛আশা’ সিনেমায় এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রীনা রায়, জিতেন্দ্র ও রামেশ্বরী।
এবার সেই গানেই বিদীপ্তা মাতালো ইন্ডিয়ান আইডলের মঞ্চ। স্বভাবতই তার গান শুনে মুগ্ধ হন জিতেন্দ্র। এমনকি বিদীপ্তার প্রশংসা করতে গিয়ে বলেন যে, তোমার এক্সপ্রেশনের মধ্যে তুমি এত ব্যাথা ফুটিয়ে তুলছো তুমি তো হিরোইন মেটেরিয়াল। ১০ সেপ্টেম্বর থেকে সোনি টিভির (Sony Tv) পর্দায় শুরু হয়েছে ‛ইন্ডিয়ান আইডল ১৩’ (Indian Idol 13)। গত সিজেনে একটুর জন্য বঙ্গ কন্যা অরুনিতার (Arunita) হাত থেকে ছিটকে গিয়েছিল জয়ের ট্রফি।
View this post on Instagram
তবে, এবারে কেউ কাউকে ১ ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আর এই মঞ্চেরই প্রতিযোগি বিদীপ্তা। ২০২০-২১ সিজেনের জি বাংলার ‛সারেগামাপা’-র একজন ফাইনালিস্ট ছিলেন বিদীপ্তা। সোদপুরের মেয়ে বিদীপ্তা মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। দিদিকে গান গাইতে দেখেই গানের প্রতি তার ভালোবাসা জন্মায়। এরপর ধীরে ধীরে গানের তালিম নিতে থাকে। বর্তমানে তার গানের গলায় মুগ্ধ সকলেই।