‘Aankhon Se Tune’, ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে অসাধারণ ডুয়েট পারফরমেন্স বিদীপ্তা ও ঋষির, প্রশংসায় পঞ্চমুখ রানী মুখার্জী

আরও একবার ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চে দেখা মিললো এক তারকার। ‛কুইন অফ হার্ট’ রানী মুখার্জিকে দেখা গেল এই গানের মঞ্চে। আর তার আগমনে বিদীপ্তা ও ঋষির ডুয়েট পারফরম্যান্সয়ে জমে উঠলো ‛ইন্ডিয়ান আইডল’-য়ের মঞ্চ। আশাকরি রানীকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বলিউড জগতেরই প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী হলেন রানী মুখার্জি (Rani Mukherjee)। নব্বইয়ের দশক থেকে তিনি রাজ করে চলেছেন পুরুষদের হৃদয়ে।
বর্তমানে তাকে তেমন একটা সিনেমার পর্দায় দেখা যায়না। তবে, যখন যে সিনেমা করেন সেটাই হিট হয়। আর এবার তিনি হাজির হয়েছিলেন ‛ইন্ডিয়ান আইডল’-র মঞ্চে। এদিন কালো শাড়ি ও কালো নেটের ব্লাউজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। ওদিকে বিদীপ্তা ও ঋষির কেমিস্ট্রি নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। প্রতিবার তাঁদের একসঙ্গে গাওয়া গান মুগ্ধ করে বিচারক সহ মঞ্চে উপস্থিত অতিথিদের।
আর এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন বিদীপ্তা ও ঋষিকে একসঙ্গে ‛Aankhon Se Tune Ye Kya Keh Diya’ গানটি গাইতে শোনা যায়। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‛গোলাম’ ছবিটিতে রানী মুখার্জি ও আমির খানকে দেখা গিয়েছিল। আর গানটি গেয়েছিলেন অলকা ইয়াগণিক ও কুমার শানু। তখনকার সময়ের গান হলেও এই গানটি আজও হিট। আর সেই গানেই মঞ্চ ভরালেন দুজন।
এদিন বিদীপ্তা ও ঋষির পারফরম্যান্স দেখে মুগ্ধ হয় রানীও। শুধু তাই নয় প্রতিবারের মতো এবারেও তার গানে মুগ্ধ হয় বিচারক থেকে দর্শকমণ্ডলী। বর্তমানে এই শোয়ে বিচারকের আসনে দেখা যাচ্ছে বিশাল দাদলানি (Vishal Dadlani), হিমেশ রেশমিয়াকে (Himesh Reshammiya)। এমনকি এদিন উদিত নারায়ণকেও দেখা গিয়েছে বিচারকের আসনে। এখন শুধু দেখার পালা সেরার শিরোপা কার মাথায় ওঠে।