×
EntertainmentVideoViral Video

পেকে গেল ‘কাঁচা বাদাম’, নেকদুনিয়ায় জড় তুললো ভুবন বাদ্যকরের নতুন গান, না শুনলে চরম মিস

আর কাঁচা বাদাম নয় এবার একদল সুন্দরীর মাঝে ‛পাকা বাদাম’ গান গেয়ে ভাইরাল বাদাম কাকু ভুবন বাদ্যকর। ‛কাঁচা বাদাম’ গানের দৌলতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি।

পেশায় একজন বাদাম বিক্রেতা হলেও এখন তাঁর গানেই জেরেই তিনি সেলিব্রেটি সকলের কাছে। রাজ্য, দেশ পেরিয়ে এখন দেশের বাইরে ছড়িয়ে পড়েছে তাঁর গান। এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর গানেই সরগরম নেটপাড়া। কি নেই তার এখন? অর্থ, প্রতিপত্তি, জনপ্রিয়তা সবকিছুই যেন তার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। এমনকি তাঁর বাড়িতে ভিড় জমান সারি সারি মানুষ।

পেকে গেল ‘কাঁচা বাদাম', নেকদুনিয়ায় জড় তুললো ভুবন বাদ্যকরের নতুন গান, না শুনলে চরম মিস -

এছাড়াও দেখা মেলে ইউটিউবারদের। ‛বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম’, এই গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এক সামান্য বাদাম বিক্রেতা। ভাগ্যের জোরে একটা গানই তার জীবন বদলে দেয়। গান গেয়েছেন বহুদিন হল। কিন্তু এখনও বাচ্চা থেকে বুড়ো সকলের মুখে মুখেই ঘুরছে এই গানটি। আর এই গান বেচেই তিনি বাড়ি-গাড়ি সব করেছেন।

পেকে গেল ‘কাঁচা বাদাম', নেকদুনিয়ায় জড় তুললো ভুবন বাদ্যকরের নতুন গান, না শুনলে চরম মিস -

এমনকি তার নিজের ইউটিউব চ্যানেলেরও এখন রয়েছে লাখ লাখ মানুষ। তবে, এবার আর ‛কাঁচা বাদাম’ গানে নয়। এবার ‛পাকা বাদাম’ গানে ভাইরাল হলেন বাদাম কাকু। সম্প্রতি ‛ভুবন বাদ্যকর অফিসিয়াল’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। এবারে শুধু ভুবন কাকু একাই নয় এই গানে তাকে সঙ্গ দিয়েছে একঝাঁক সুন্দরী মেয়ে। তাদের প্রত্যেকের পরণেই রয়েছে শর্ট ড্রেস।

এমনকি ভিডিওতে একটি ছেলেকেও দেখা যাচ্ছে। ধুতি-পাঞ্জাবি ছেড়ে ভুবন কাকুও ধরা দিয়েছেন মর্ডান ড্রেসে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের একবার ভাইরাল বাদাম কাকুর নতুন গান ‛পাকা বাদাম’।