‘হয়েছে বাড়ি হয়েছে গাড়ি, চারিদিকে কত সুন্দরী নারী’, মার্কেটে এলো ভুবনের নতুন গান, না শুনলে চরম মিস

‛এখন আর দাদা বেচি না বাদাম’, ফের নতুন গান নিয়ে হাজির হতে চলেছেন সকলের প্রিয় বাদাম কাকু ওরফে ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ‛বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম’, এই গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এক সামান্য বাদাম বিক্রেতা। ভাগ্যের জোরে একটা গানই তার জীবন বদলে দেয়।
গানের এত মাস পেরিয়ে যাওয়ার পরও এখন বাচ্চা থেকে বুড়ো সকলের মুখে মুখেই ঘুরছে এই গানটি। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। পেশায় একজন বাদাম বিক্রেতা হলেও এখন তাঁর গানের জেরেই তিনি সেলিব্রেটি সকলের কাছে। রাজ্য, দেশ পেরিয়ে এখন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে তাঁর গান। এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর গানেই সরগরম নেটপাড়া।
ভুবন বাদ্যকরের গান জনপ্রিয় হওয়ার পর থেকেই তাঁকে দেখার জন্য মানুষের আকুলতার শেষ নেই। তাঁর বাড়িতে ভিড় জমান সারি সারি মানুষ। এমনকি দেখা মেলে ইউটিউবারদের। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলেই এই গানে রিল ভিডিওতে তাক লাগিয়েছেন। তবে, গানেই থেমে থাকেননি বাদাম কাকু। যাত্রার মঞ্চেও তিনি নিজের প্রতিভা দেখিয়েছিলেন।
সম্প্রতি বহুদিন ধরেই তাকে সোশ্যাল মিডিয়া অথবা কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছিল না। আর সেটা থেকে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো হারিয়ে গেছেন। তবে তা একেবারেই নয়। বরং যাত্রায় অভিনয় করার জন্য তিনি মহড়া নিচ্ছিলেন। আর সেই কারণেই এতদিন ব্যস্ত ছিলেন। তবে, সম্প্রতি শোনা যাচ্ছে তিনি আবারও আগের মতো গানের মাধ্যমেই ফিরতে চলেছেন তার অনুরাগীদের কাছে।
ভুবন বাদ্যকরের নতুন গান ‛এখন আর দাদা বেচি না বাদাম’। ইতিমধ্যেই গানের রেকডিং হয়ে গিয়েছে। কালীপুজোর পরেই তা রিলিজ হবে। আপাতত ভুবন কাকুর ভক্তরা তার নতুন গান রিলিজের অপেক্ষায় দিন গুনছেন।