বাদাম উচ্চারন করলেই সমস্যা! নিজের গান গাইতে পারছেন না ভুবন বাদ্যকর, চোখের জলে দিন কাটছে বাদাম কাকুর

অসহায় বাদাম কাকু! নিজের গাওয়া গানই এখন গাইতে পারছেন না তিনি। কিন্তু কেন? বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। পেশায় একজন বাদাম বিক্রেতা হলেও এখন তাঁর গানেই জেরেই তিনি সেলিব্রেটি সকলের কাছে। রাজ্য, দেশ পেরিয়ে এখন দেশের বাইরে ছড়িয়ে পড়েছে তাঁর গান।
এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর গানেই সরগরম নেটপাড়া। কি নেই তার এখন? অর্থ, প্রতিপত্তি, জনপ্রিয়তা সবকিছুই যেন তার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। এমনকি
তাঁর বাড়িতে ভিড় জমান সারি সারি মানুষ। এছাড়াও দেখা মেলে ইউটিউবারদের। সেসব অনেক আগের কথা। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভুবন বাদ্যকরের আর খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাহলে কোথায় তিনি?
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভুবন বাবু (Bhuban Badyakar) জানিয়েছেন যে, ‛বাদাম’ উচ্চারণ করলেই নাকি কপিরাইট পড়ছে। নিজের গানই তিনি এখন নিজে গাইতে পারছেন না। যার ফলে তিনি টাকা পাচ্ছেন না। এমনকি অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও তার বদনাম হয়ে যাচ্ছে বলে তার মত। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে, তাকে সহজ সরল পেয়ে নাকি না জানিয়েই কপিরাইট নিয়ে নিয়েছেন এক ব্যাক্তি।
যে কিনা বীরভূমেরই এক সংস্থার মালিক। ভুবন বাবুর কথায় তিনি লেখাপড়া জানেন না। ইংরেজি পড়তে জানেন না। আর তারই সুযোগ নিয়ে ওই ব্যক্তি এসব করেছেন। এখন নাকি ফোন করলে ফোনও ধরেছেন না। কিছুদিন আগে ‛হ্যাপি নিউ ইয়ার’ নামের একটি গান তিনি ইংরেজিতে এনেছিলেন। সেখানেও নাকি পাকাবাদাম কথা থাকায় কপিরাইট সমস্যা হচ্ছে। সবমিলিয়ে একপ্রকার কাঁদো কাঁদো অবস্থা তার।