Bhuban Badyakar: কপিরাইট বিতর্কের মাঝেই ‘কাঁচা বাদাম ২’ নিয়ে আসছেন ভুবন বাদ্যকর!

‘কাঁচা বাদাম’ গান গেয়েই হারিয়ে যাননি গায়ক ভুবন বাদ্যকর। স্টেজ শো, ষ্টুডিও রেকর্ডিং, রিয়ালিটি শো তেও গিয়ে তাঁকে নাম ও অর্থ দুটোই কামাতে দেখা গেছে। তবে সম্প্রতি কপিরাইট নিয়ে বেজায় সমস্যায় আছেন ভুবন বাবু। যার ফলে রীতিমতো ভুবন অভিযোগ করেছেন বীরভূমের একটি ইউটিউব চ্যানেলের প্রধান গোপাল ঘোষের বিরুদ্ধে। কিন্তু এর মাঝেই কার্যত ভুবন বাবু কাঁচা বাদামের নতুন ভার্সন নিয়ে হাজির হচ্ছেন বলে সামনে আসলো এই খবর।
নিজের সেই গানের থেকে কিছুটা অংশ সাক্ষাৎকারের সময়ে গেয়ে শুনিয়েছেন। গানের প্রথম দুটি লাইন হলো ঠিক এইরকম – “বীরভূমের মানুষ আমি ভুবন বাদ্যকর/ কাঁচা বাদাম গানে গানে মন কেড়েছে সবার।” আগামি দিনে আরও এমন গানই তিনি গাইবেন বলে জানিয়েছেন ভুবন। দুবরাজপুর শহরের একটি ভাড়াবাড়িতে আপাতত পরিবার নিয়ে থাকছেন ভুবন বাবু। আগের তুলনায় এখন আমূল পরিবর্তন এসেছে তাঁদের জীবন যাত্রায়।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ভুবন বাবু কপিরাইট বিতর্ক নিয়ে সরাসরি মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘ও (গোপাল ঘোষ) চুক্তি করেছিল। আমাকে বলেওনি যে, আমার গান কিনে নিয়েছে। না জানিয়েই কার্যত সেসব আমার থেকে সই সাবুদ করে নিয়েছিল। আমাকে বলেছিল, ‘তুমি একটা গান করে দেবে। আমি ৩ লক্ষ টাকা দেব।’ কিসের কাগজ তা আমি জানতে চেয়েছিলাম। আমাকে ও তখন বলে, ‘তুমি টাকা পাচ্ছ, সেটা বুঝে নাও।’
তিনি আরও বলেন, ‘পরে দেখেছি এই কাগজের মধ্যে লেখা আছে, ৬০ শতাংশ টাকা আমি পাব। ৪০ শতাংশ গোপাল পাবে। কিন্তু তার পর থেকে ওকে ফোন পাচ্ছি না।’ পরে যদিও গোলাপের সাথে যোগাযোগ করে কোনো সুরাহা পাওয়া যায়নি। ‘ভুবন বাদ্যকর অফিসিয়াল’ নামের তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে লক্ষধিকের উপরে সাবস্ক্রাইবর্স আছে।