×
EntertainmentVideoViral Video

ম্যাচিং শাড়ি ব্লাউজে লাস্যময়ী কাজল, অভিনেত্রীর রূপে মুগ্ধ হয়ে যা করলেন খেসারি লাল, তুমুল ভাইরাল ভিডিও

৮ মাস আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ৭৭ লাখ মানুষ দেখে নিয়েছে তাদের ঘাম ঝরানো রোমান্স। সাথেই ৪১হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। সবাই কাজলের প্রশংসায় ডুবেছেন।

Bhojpuri Romance Video: বর্তমানে খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির চেনা মুখ। তার সিনেমার সাথেই হট ও রোমান্টিক দৃশ্যর গান গুলি দর্শকদের ব্যাপক মনে ধরে। যেমন সম্প্রতি ভোজপুরি ‘লিট্টি চোখা (Litti Chokha) সিনেমার গান ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। এই সিনেমায় খেসারির সাথে জুটি বেঁধে ছিলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির হটবম্ব অভিনেত্রী কাজল রাঘবাণী (Kajal Raghwani)। তাদেরকে দুর্দান্ত রোমান্টিক নাচের মধ্যে এবার দেখা গেল।

ম্যাচিং শাড়ি ব্লাউজে লাস্যময়ী কাজল, অভিনেত্রীর রূপে মুগ্ধ হয়ে যা করলেন খেসারি লাল, তুমুল ভাইরাল ভিডিও -

গানের নাম ‘কামারিয়া সে সাদিয়া ছুটাল’। ভিডিওর শুরুতেই খেসারি হট কাজলকে দেখে বেহুঁশ হয়ে গেলেন। নায়িকা নিজেই জাগিয়ে তুলে যৌবনের সাগরে ডোবালেন তাকে। শাড়ি ও ব্লাউজে কাজল হয়ে উঠেছে অপরূপা। তার সাথেই ঘরের বৌয়ের সাজে খেসারিকে বারংবার যৌবন লালসার মধ্যে ফেলানো যা অনায়েসেই ঘাম ঝরায়। একসময় দুজনেই বেশ জমিয়ে নাচ করেছেন যা দেখতে সুন্দর লেগেছে।

‘Enterr10 Rangeela’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৮ মাস আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ৭৭ লাখ মানুষ দেখে নিয়েছে তাদের ঘাম ঝরানো রোমান্স। সাথেই ৪১হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। সবাই কাজলের প্রশংসায় ডুবেছেন। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো মানুষকে কাবু করতে পারবে। আপনাদের জানিয়ে রাখি দুর্দান্ত এই গানটি গেয়েছেন খেসারি নিজে ও গায়িকা প্রিয়াঙ্কা সিং। তাই সময় নষ্ট না করে এই ভিডিওটি তাড়াতাড়ি দেখে নিন।