Aslimonalisa: বেডরুম থেকে নিজের এমন ছবি শেয়ার করলেন ‘ঝুমা বৌদি’ মোনালিসা, দেখে কুপোকাত পুরুষ ভক্তরা

সোশ্যাল মিডিয়ার ফলে এখন সাধারণ মানুষ সর্বদা সেলিব্রেটিদের সম্পর্কে জানতে চান। তেমনই বর্তমান সময়ে ভোজপুরি কুইন মোনালিসা (Monalisa) দর্শকদের মাঝে খুবই জনপ্রিয় এক মুখ। তার অভিনয়ের থেকেও ব্যক্তিগত জীবন ও হট ফটোশুটের গুরুত্ব সবথেকে বেশি। আবারো একবার মোনালিসার দুর্দান্ত একটি বোল্ড ফটো দেখে ঘাম ঝরছে নেটিজেনদের।
View this post on Instagram
ফটোতে দেখা গেল মোনালিসা কালো রঙের একটি খোলামেলা পোশাক পরেছেন। খাটের উপর উষ্ণতায় পূর্ণ এক্সপ্রেশন দিয়ে বসে আছেন। তার বক্ষ বিভাজকা সম্পূর্ণ স্পষ্ট। সাথেই ড্রেসের পরিসর অল্প হবার কারণে মোনালিসার সুন্দর দুটি উরু দেখা গেছে। ফটো দেখে মনে হচ্ছে মোনালিসার যৌবন যেন হাতছানি দিয়ে কিছু বলতে চাইছে আপনাকে।
View this post on Instagram
ফটোর ক্যাপশনে ‘সকাল’ বলে সম্বোধন করেছেন অভিনেত্রী। তবে সকালেই যে সূর্যের রশ্মির আগেই তিনি এত উষ্ণতা বাড়াবেন সেটা ভাবেননি অনেকেই। অল্প সময়ের মধ্যেই ৫০ হাজারের বেশি মানুষের লাইক এসেছে। আর নেটিজেনরা যা কমেন্ট করেছে তা সত্যি অসাধারণ। কেউ লিখেছে -‘আমার সবথেকে প্রিয় পোজ’। আবার কেউ লিখেছে -‘আগুন ঝরিয়ে দিলে এক ফটোতেই’।
View this post on Instagram
বর্তমানে ৫.২ মিলিয়ন ফলোয়ার্স আছে তার ইনস্টাগ্রামে। ৪০ বছরের এই নায়িকা আদতে কিন্তু বঙ্গ তনয়া। তাঁর আসল নাম ‘অন্তরা বিশ্বাস’। ‘বিগ বস ১০’ এর প্রতিযোগী ছিলেন তিনি। তবে ২০১৮ সালে ‘দুপুরের ঠাকুরপো’ দ্বিতীয় সিজনে লাস্যময়ী ‘ঝুমা বৌদির’ চরিত্রে দেখা যায় তাঁকে। তবে হিন্দি টেলিভিশনেও প্রচুর কাজ করে মোনালিসা নিজের জায়গা পাকা পোক্ত করে নিয়েছেন।