EntertainmentVideoViral Video

অস্কার প্রাপ্ত গান ‘নাটু নাটু ‘-র হিন্দি ভার্সনে জমিয়ে নাচ ভারতী পুত্র গোল্লার, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

‛নাটু নাটু’-র অস্কার জয়ের আনন্দে উচ্ছাসিত কমেডিয়ান ভারতী সিংয়ের পুত্র গোল্লা (Golla)! সেই গানের তালে পা মেলালেন জমিয়ে। মুহূর্তে ভাইরাল ভিডিও। আমরা সকলেই জানি যে, ৯৫ তম অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস এর মঞ্চে ‛বেস্ট অরিজিনাল সং’ বিভাগে সেরার শিরোপা পেয়েছে ‛নাটু নাটু’ গানটি। যার কারণে ফের একবার গর্বিত হয়েছে ভারত। রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রামচরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR)।

এর আগেও এই গানটি গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছিল। স্বাধীনতার পূর্ববর্তী প্রেক্ষাপটে তৈরি দুই রিয়েল হিরো অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই সিনেমা। দেশে বলুন বা বিদেশে সবজায়গায় প্রশংসা কুড়িয়েছে এই গানটি। আর এবার সেই গানই ভারতকে এনে দিল অস্কার। আর তারপর থেকে এই গানটিকে নিয়ে উদযাপন যেন লেগে আছে।

আর সেই তালিকায় এবার নাম জুড়লো ভারতী পুত্রের। ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া কয়েক বছর ডেট করার পর অবশেষে ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০২২ সালের ৩ এপ্রিল তাদের কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। সামনেই গোল্লার একবছর পূর্ন হতে চলেছে। আর ইতিমধ্যেই সে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে। সম্প্রতি ভারতী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন সেই ভিডিও।

যেখানে গোল্লাকে গানের তালে তালে নাচাতে দেখা যাচ্ছে। পিছন দিয়ে তাকে ধরে রেখেছে তারই বাড়ির পরিচারিকা। মনের আনন্দে নেচে চলেছে গোল্লা। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।