দেখতে দেখতে ৯ মাসে পা দিল গোল্লা, ছেলের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করলেন কমেডি কুইন ভারতী সিং

কমেডিয়ান কুইন ভারতী সিং-কে (Bharti Singh) কেই না চেনেন। বর্তমানে তাকে ‛সারেগামাপা লিটিল চ্যাম্প’-এ সঞ্চালনা করতে দেখা যাচ্ছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে নিজের ইউটিউব চ্যানেলে (YouTube Channel) অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম ঘোষণা করেছিলেন। এরপর গত বছর ৩ এপ্রিল হর্ষ ও ভারতীর (Haarsh – Bharti) কোল আলো করে আসে তাদের সন্তান।
View this post on Instagram
আপনি শুনলে অবাক হবেন যে, মা হওয়ার ১২ দিনের মাথায় ‘প্রি ওয়ার্ক কমিটমেন্ট’-র কারণে কাজেও ফেরেন ভারতী। ছেলেকে রেখে প্রথমদিন সেটে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। জানিয়েছিলেন যে, বুকের দুধ পাম্প করে রেখে এসেছেন। এতো গেল বাচ্চা হওয়ার পরের কথা। তবে, জানেন কি প্রেগনেন্সি পিরিয়ডেও কাজ থামায়নি ভারতী (Bharti Singh)।
View this post on Instagram
পুরোদমে এনার্জি নিয়ে ‘হুনারবাজ’ শো হোস্ট করতে দেখা গিয়েছিল ভারতীকে। সঙ্গে ছিলেন তার স্বামী হর্ষ লিম্বাচিয়া। বর্তমানে তিনি নিজের মাতৃত্বকে বেশ ভালোভাবেই উপভোগ করছেন। আর তারই মাঝে সামলে চলেছেন নিজের কেরিয়ার। সম্প্রতি ভারতী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যার প্রত্যেকটিই থ্রোব্যাক ফটোশ্যুট। নবজাতক সন্তানকে নিয়ে ভারতী ও হর্ষর এই ছবিই এখন ভাইরাল নেটমাধ্যমে।
View this post on Instagram
বেশ কয়েকটি ছবিই শেয়ার করেছেন ভারতী। যার কোনোটিতে সপরিবারকে একসঙ্গে উষ্ণ আলিঙ্গনে দেখা যাচ্ছে। আবার কোনো ছবিতে মা-ছেলের আবেগ মাখা মুহূর্ত ফুটে উঠেছে। কখনও আবার তাদের সন্তানের বিভিন্ন পোজে ছবিও উঠে এসেছে নেটমাধ্যমে। ছবি শেয়ার করে ভারতী ক্যাপশনে লিখেছেন যে, ‛জীবনের সেরা ৯ মাস….আমার গোল্লা’। ২০২২ সাল ভারতীর জীবন বদলের একটি বছর।
View this post on Instagram
এই বছরই তিনি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। ভারতীর কোল জুড়ে এসেছে তার প্রথম সন্তান। যার নাম লক্ষ্য সিং লিম্বাচিয়া। যদিও মায়ের আদরের নাম ‛গোল্লা’। আর এই ছবি প্রকাশ্যে আসতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ। বলি অভিনেত্রী জুহি চাওলা এবং এশা গুপ্তা ইমোজি দিয়ে ভালোবাসা জাহির করেছেন। আবার কেউ লিখেছেন ’সুন্দর’।
View this post on Instagram
প্রসঙ্গত, ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া কয়েক বছর ডেট করার পর অবশেষে ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০২২ সালের ৩ এপ্রিল তাদের কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান।