Entertainment

দেখতে দেখতে ১ বছর পর, ছেলের জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করলেন ভারতী সিং, শুভেচ্ছার বন্যা নেটমহলে

Advertisement
Advertisements

দেখতে দেখতে একটা বছর পার করলো ভারতী পুত্র গোল্লা (Golla)। ছেলের জন্মদিনে দুস্টু-মিষ্টি ছবি পোস্ট করলেন মা ভারতী। কমেডিয়ান কুইন ভারতী সিং-কে (Bharti Singh) কেই না চেনেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে নিজের ইউটিউব চ্যানেলে (YouTube Channel) অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম ঘোষণা করেছিলেন ভারতী।

 

View this post on Instagram

 

A post shared by Bharti Singh (@bharti.laughterqueen)

এরপর গত বছর ৩ এপ্রিল হর্ষ ও ভারতীর (Haarsh – Bharti) কোল আলো করে আসে তাদের সন্তান। মা হওয়ার ১২ দিনের মাথায় ‘প্রি ওয়ার্ক কমিটমেন্ট’-র কারণে কাজেও ফেরেন ভারতী। ছেলেকে রেখে প্রথমদিন সেটে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। জানিয়েছিলেন যে, বুকের দুধ পাম্প করে রেখে এসেছেন। আর আজ সেই ছেলেই পা রাখলো ১ বছরে।

 

View this post on Instagram

 

A post shared by Bharti Singh (@bharti.laughterqueen)

একটা সন্তানের জন্য মায়েদের যে কতকিছু করতে হয় তার উদাহরণ হয়তো এসব ঘটনাগুলিই। সম্প্রতি ছেলের ১ বছরের জন্মদিন উপলক্ষে ভারতী গোল্লার বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। যার কোন ছবিতে গোল্লাকে একটি বাস্কেটের মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে। উপরে ঝুলছে লাল রঙের একটি বড় বেলুন। আর ঝুড়ির সামনে মোটা হরফে লেখা ওয়ান। আবার কোনো ছবিতে গোল্লাকে একেবারে সেফের পোশাকে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Bharti Singh (@bharti.laughterqueen)

তার আসেপাশে পিৎজা, ক্যাপসিকাম, ডোনাট, পেঁয়াজ, গাজর সহ আরও কত কি। আর এই ছবি গুলো দেখে বোঝাই যাচ্ছে যে, ছেলের এক বছরের জন্মদিন উপলক্ষে ছেলেকে দিয়ে ফটোশ্যুট করিয়েছেন ভারতী। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, ‛হ্যাপি বার্থডে গোল্লা। অনেক অনেক ভালোবাসা বাবু। ঈশ্বর মঙ্গল করুক’। এই ছবি প্রকাশ্যে আসতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।

সেলিব্রেটি থেকে নেটিজেনরা সকলেই গোল্লাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল গোল্লার ছবি।