একরত্তি ছেলের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করলেন কমেডিয়ান ভারতী সিং, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

ছেলেকে নিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দী ভারতী সিং। কমেডিয়ান কুইন ভারতী সিং-কে (Bharti Singh) কেই না চেনেন। গত ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে (YouTube Channel) অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম ঘোষণা করেন। এরপর গত ৩ এপ্রিল হর্ষ ও ভারতীর (Haarsh – Bharti) কোল আলো করে আসে তাদের সন্তান। মা হওয়ার ১২ দিনের মাথায় ‘প্রি ওয়ার্ক কমিটমেন্ট’র কারণে কাজেও ফেরেন ভারতী।
View this post on Instagram
ছেলেকে রেখে প্রথমদিন সেটে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। জানিয়েছিলেন যে, বুকের দুধ পাম্প করে রেখে এসেছেন। এতো গেল বাচ্চা হওয়ার পরের কথা। তবে, জানেন কি প্রেগনেন্সি পিরিয়ডেও কাজ থামায়নি ভারতী (Bharti Singh)। পুরোদমে এনার্জি নিয়ে ‘হুনারবাজ’ হোস্ট করতে দেখা গিয়েছিল ভারতীকে। সঙ্গে ছিলেন তার বর হর্ষ। বর্তমানে তিনি নিজের মাতৃত্বকে বেশ ভালোভাবেই উপভোগ করছেন।
View this post on Instagram
সম্প্রতি ভারতী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে ভারতীকে হাতে দুটো কুকুরের ছানা নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীর ছেলেকে দেখা যাচ্ছে মায়ের মুখের দিকে গোলগোল করে তাকিয়ে আছে। কমেডিয়ানের পরণে রয়েছে সাদা রঙের পোশাক। আর ছেলের পরণে রয়েছে হলুদ রঙের পোশাক।
View this post on Instagram
ছবি শেয়ার করে ভারতী ক্যাপশনে লিখেছেন যে, ‛মেরাগোল্লা’। সঙ্গে লাভ ইমোজি দিয়েছেন। ছবি ভাইরাল হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভেসেছে কমেন্ট বক্স। মিঠুন পুত্রবধূ মাদালসা লিখেছেন ‛এডরোবেল’। আবার কেউ লিখেছেন ‛সো সুইট’। কেউ আবার লিখেছেন ‛কিউটেস্ট ফ্রেম’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মা-ছেলের এই ছবি।