Entertainment

Dream Girl Web Series: এই ওয়েব সিরিজে সাহসীকতার সীমা ছাড়িয়েছেন ভারতী ঝাঁ, কানে হেডফোন গুঁজে একা দেখুন

Advertisement
Advertisements

Dream Girl Part 1 web series on ULLU: সিনেমার থেকে ওয়েব সিরিজ বর্তমানে মানুষের সবথেকে বেশি পছন্দের। অবসর হলেই ছোট এপিসোডের সিরিজ গুলি দেখতে পছন্দ করেন সকলে। করোনা থেকেই কার্যত বাড়ি বসে সিনেমা বা সিরিজ দেখার ঝোঁক বেশি এসেছে। তবে অ্যাডাল্ট সিরিজ সব দর্শকদের কমবেশি পছন্দের বিষয়বস্তু। আর এই অ্যাডাল্ট সিরিজের বাজারে বিশেষ নাম করেছে কয়েকটি অ্যাপ। আজ তারই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাবো।

ওয়েব সিরিজের নাম – ড্রিম গার্ল পার্ট ১ (Dream Girl Part 1)

কয়টি এপিসোড – এই সিরিজে ৩ এপিসোড আপনারা দেখতে পাবেন।

কাস্ট – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারতী ঝাঁ (Bharti Jha), নিমৃঠা (Nimritha), Pooja Poddar (পূজা পোদ্দার)।

কোন প্লাটফর্মে দেখতে পাবেন – এই সিরিজ একমাত্র দেখা যাবে উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে।

সিরিজের গল্পঃ – সিরিজের এই গল্প কিন্তু বেশ মজাদার। একটি মেয়ে যে শুধুমাত্র বিভিন্ন যৌনতার গল্প ভাবতে থাকে। কখনও পাশের বাড়ির ব্যক্তি, তো তারপরেই নিজের জামাইবাবু। পাড়ার লোক থেকে অটো চালক সবাই তাঁর সেই ভাবুক গল্পে আসে। মেয়েটি কার্যত সবার সাথেই শারীরিক সম্পর্ক তৈরী করে। কিন্তু একসময় তাঁর এই বিশেষ কথা জানলে কি হবে? তা দেখবেন এই সিরিজের মধ্যে দিয়ে।

Dream Girl Web Series: এই ওয়েব সিরিজে সাহসীকতার সীমা ছাড়িয়েছেন ভারতী ঝাঁ, কানে হেডফোন গুঁজে একা দেখুন

রিলিজ তারিখ – আজ অর্থাৎ ১৬ই মে এই সিরিজটি রিলিজ করতে চলেছে।

কিভাবে দেখবেন – নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন। উল্লুর মাধ্যমে একের পর এক ঘাম ঝরানো সিরিজ রিলিজ হচ্ছে। সেখানেই আবারো এই নতুন সিরিজের সংযোজন করা হলো।