এই সিরিজে বোল্ডনেসের সমস্ত সীমা অতিক্রম করেছেন ভারতী ঝাঁ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

সিনেমা থেকে বর্তমানে ওটিটি প্লাটফর্মে সময় বেশি কাটান দর্শকরা। করোনা থেকেই কার্যত বাড়ি বসে সিনেমা বা সিরিজ দেখতে বেশি পছন্দ করেন সকলে। তবে অ্যাডাল্ট সিরিজ সব দর্শকদের কমবেশি পছন্দের বিষয়বস্তু। আর এই অ্যাডাল্ট সিরিজের বাজারে বিশেষ নাম করেছে উল্লু (Ullu)। একের পর এক ঘাম ঝরানো সিরিজ রিলিজ হচ্ছে তাদের অ্যাপের মধ্যে দিয়ে। নতুন নয় বরং বেশ পুরোনো কিন্তু এই মুহূর্তে ব্যাপক ভাইরাল হয়েছে একটি সিরিজ। সেই সিরিজ সম্পর্কেই আপনাদের আজ জানাবো।
Web Series Name – দোরাহা পার্ট ২ (Doraha Part 2)
Web Series Cast – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারতী ঝাঁ।
Story Of Doraha Web Series:
প্রথম পর্বের গল্পের থেকেই এই গল্প টানা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রত্না (ভারতী ঝাঁ) তার বিয়ের দিন রাতেই অবাক হয়ে যান। কারণ তার বর তাকে শারীরিক ভাবে পূর্ণতা করতে অক্ষম থাকেন। রত্না সেই কারণ নিয়ে খুবই সমস্যায় থাকেন। তবে তার দেওর কার্যত রত্নার জীবনে আসেন। সেখান থেকেই তার দেওরের সাথে সম্পর্ক তৈরী হয়। তবে দেওরের একসময় বিয়ে হয়ে যায়। কি হবে তাদের এই অবৈধ সম্পর্কের? তা দেখবেন এই সিরিজের মধ্যে দিয়ে।
নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এই ঘাম ঝরানো ওয়েব সিরিজ।