Entertainment

লজ্জার সীমা ছাড়িয়ে চরম ঘনিষ্ঠ দুই যুবতী, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই ওয়েবসিরিজ

BHABHI KA BHAUKAAL Web Series: বর্তমান সময়ে দাঁড়িয়ে ওটিটি (OTT) প্ল্যাটফর্ম গুলির চাহিদা বাড়ছে তরতড়িয়ে। আজকালকার যুগে সকলেই বেশ ব্যস্ত। সিনেমাহলে গিয়ে তিন ঘন্টা বসে সিনেমা দেখার সুযোগ তাদের হয়না। কিন্তু সারাদিন কাজের পর বিনোদনের দরজার উঁকি মারেন সকলেই। আর সেইসময় একমাত্র ভরসা শুধু ওটিটি প্ল্যাটফর্ম। এটি যেমন একদিকে মানুষের বিনোদনের একটি পথ খুলে দিয়েছে। তেমনই আবার অভিনেতা-অভিনেত্রীদের জন্যও অন্য একটি জগৎ খুলে দিয়েছে।

একথা হলফ করে বলা যায় যে, আগামী দিনে এই ওটিটি প্ল্যাটফর্মই দেশের ভবিষ্যৎ হতে চলেছে। বর্তমানে ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হল নেটফ্লিক্স, ডিজনি+হটস্টার, জি ফাইভ, সোনি লাইভ, জিও সিনেমা সহ আরও অনেককিছু। আর এই ওয়েবসিরিজে অভিনয় করে অভিনেতারা কোটি কোটি টাকা উপার্জন করেন। বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ প্রতিদিন 3 টাকা খরচে যেতে পারবেন কলেজ-অফিস, মাত্র 20 হাজার দিয়ে বাড়ি আনুন TVS-র এই ধাসু ই-স্কুটার

যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে। আর এইসব ওয়েবসিরিজের সাহসী সব দৃশ্য দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলেই। তবে, সম্প্রতি র‌্যাবিট মুভিজ ইউটিউব চ্যানেল থেকে একটি ওয়েবসিরিজের ট্রেলার ভাইরাল হয়েছে।

ওয়েবসিরিজের নাম ‛Bhabhi Ka Bhaukal’। ট্রেলারের শুরুতেই দুটি মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। আর তারপরই এক মহিলাকে এক যুবকের সঙ্গে বিছানার উপর শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখা যাচ্ছে। আর সেই মুহূর্তেই ওই মহিলার স্বামী দরজা ধাক্কা দেয়। নিজেকে বাচাতে ওই মহিলা লোকটিকে কেবল কানেকশনের লোক বলে পরিচয় দেয়। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক চলতেই থাকে।

কিন্তু আগামীদিনে এই বিষয়টি কোনদিকে মোড় নেবে তা জানতে হলে আপনাকে অবশ্যই এই ওয়েব সিরিজটি দেখতে হবে। ‛Rabbit App‘ এ আপনি এই ওয়েবসিরিজটি দেখতে পাবেন। গতকালই রিলিজ করেছে এই ওয়েবসিরিজ। এই ওয়েব সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রুকস খন্দগালে, লীনা সিং এবং প্রীতি পুনীত।