ছেলেকে ঠকিয়ে ছেলের প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠ বাবা, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই সিরিজ

Ullu Web Series: OTT ইন্ডাস্ট্রি বর্তমানে রাজ করছে পৃথিবীতে। এখন সিনেমার থেকেও বড়ো হবার পথ ধারণ করে নিয়েছে। অ্যাপের মাধ্যমে সিনেমা কিংবা সিরিজ দেখাই এখন মানুষের কাছে প্রধান এন্টারটেইনমেন্ট। প্রযুক্তির উন্নতি, গ্রাহকের পছন্দের পরিবর্তন এবং OTT প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সবই দেশে ইঙ্গিত দিচ্ছে ভারতের উত্থানের। Netflix, Amazon Prime এসব থাকলেও আছে Ullu, Kooku, Primeshot -র মতো কিছু অ্যাডাল্ট অ্যাপ। যার মধ্যে দিয়ে দর্শকরা যে কোনো সময়ের মনের মতো ইরোটিক ওয়েব সিরিজ দেখতে পাচ্ছেন। আজ তেমনই উল্লুর ঘাম ঝরানো দুর্দান্ত একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছি।
Web Series: বেটা আশিক বাপ আয়াশ (Beta Ashiq Baap Ayyash)
Cast: মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অদিতি কোহলি (Aditi Kohli), রাজ নয়নী (Raj Nayani), কাঞ্চন (Kanchan)
Web Series Story: নিত্যা এবং রিয়ান একটি সম্পর্কের মধ্যে রয়েছে। শারীরিক আনন্দের চরম অন্বেষণ করতে চায় নিত্যা। তবে রিয়ান তাঁকে সেই সর্বসুখ দিতে ব্যর্থ হয়। একদিন নিত্যা, রিয়ানের বাবা সমর্থের সাথে দেখা করে এবং তার সাথে কথা বলে। তার বাবা নিত্যাকে ভালোবাসা কেমনভাবে ব্যক্ত করতে হয় তা বলেন। তারপরে শপিং নিয়ে যান। এরপর একসময় দেদার শারীরিক মিলনে লিপ্ত হয় তারা। নিজের ছেলের প্রেমিকার সাথে বারংবার বার যৌন খেলায় মজে ওঠে বাবা। কি হবে রিয়ান এই আসল সত্যি জানলে? তা দেখতে পাবেন এই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে।
Release Date: ২০২২ সালের ৪ ঠা মার্চ এই ওয়েব সিরিজ রিলিজ হয়েছে।
Languages: উল্লু প্রতিবার নিজের ওয়েব সিরিজ হিন্দি সহ আরও সাতটি ভাষায় রিলিজ করে। এবারও তার ব্যতিক্রম করেনি।
উল্লু অ্যাপ ডাউনলোড করে নিন। তারপরে রেজিস্টার করুন। আপনার পছন্দের মতো সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। তারপরেই এই সিরিজ সহ একাধিক সিরিজ উপভোগ করতে পারবেন যে কোনো সময় ও যেকোনো স্থানে।