ফিকে পড়লো ‘গৌরী’র ম্যাজিক! শীর্ষস্থান ছিনিয়ে নিলো ‘অনুরাগের ছোঁয়া’, রইল TRP তালিকা
আগামী সপ্তাহ থেকে সাড়ে সাতটার বদলে বিকেল ৬ টায় রামপ্রসাদের বিপরীতে এই ধারাবাহিক দেখানো হবে

বৃহস্পতিবার আসলেই টিআরপি (TRP) তালিকার দিকে তাকিয়ে থাকেন সকলেই। কে এগোলো আর কেই বা পিছলো সেই দিকে নজর থাকে সবার। আর এ সপ্তাহে জগদ্ধাত্রীকে পিছনে ফেলে ফের বেঙ্গল টপার ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ৮.১ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। ৭.৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‛গৌরী এলো’। আগামী সপ্তাহ থেকে সাড়ে সাতটার বদলে বিকেল ৬ টায় রামপ্রসাদের বিপরীতে এই ধারাবাহিক দেখানো হবে।
আর এবারে জগদ্ধাত্রী রয়েছে তৃতীয় স্থানে। এই ধারাবাহিকের রেটিং ৭.৩। চলতি সপ্তাহ থেকে তুঁতের সঙ্গে জোর টক্কর হবে এই ধারাবাহিকের। চলুন তবে জেনে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।
- অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)-৮.১
- গৌরী এলো (Gouri Elo)-৭.৭
- জগদ্ধাত্রী (Jagadhatri)-৭.৩
- নিম ফুলের মধু (Neem Fuler Madhu)-৬.৩
- পঞ্চমী (Panchami)-৫.৯
- এক্কা দোক্কা (Ekka Dokka), হরগৌরী পাইস হোটেল (Horogouri Pais Hotel)-৫.৭
- রাঙা বউ (Ranga Bou)-৫.৬
- মেয়েবেলা (Meyebela)-৫.৩
- বাংলা মিডিয়াম (Bangla Medium)-৪.৯
- সোহাগ জল (Sohag Jol), কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Sriman Prithviraj)-৪.৬
ওদিকে ‛মেয়েবেলা’ বন্ধের বিতর্ক এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। তারমধ্যে এই ধারাবাহিকের স্লট ‛সন্ধ্যাতারা’কে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি স্লট বদল হবে নাকি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক তা বলবে সময়।