Entertainment

TRP : ‘টিআরপি’র দৌড়ে তুমুল লড়াই ‘জগদ্ধাত্রী’ ও ‘দীপা’র, কে পেল শীর্ষস্থান?

বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের নজর থাকবে টিআরপি তালিকা থেকে। প্রতি সপ্তাহের পর আজকের এই দিনে প্রতিটি সিরিয়ালের রেটিং তুলে ধরা হয় টিআরপি তালিকায়। বিগত বেশ কয়েকদিনের মতো এবারও ‘অনুরাগের ছোঁয়াকে’ জোরদার টক্কর দিল ‘জগদ্ধাত্রী’। বেঙ্গল টপার তকমা ছিনিয়ে নিল এই ধারাবাহিক। যদিও বেশ কিছুটা কমেছে এই ধারাবাহিকের নম্বর। অন্যদিকে দীপার অ্যাক্সিডেন্ট দেখিয়েও খুব একটা বেশি লাভ করতে পারল না স্টার জলসা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকায় নিজের জায়গা তৈরি করে ফেলল ‘ লাভ বিয়ে আজকাল’। ‘পঞ্চমী’র জায়গা দখল করে এই ম্যাজিক দেখালেন ওমকার আর শ্রাবণ। যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের এই মেগা সিরিয়াল চলতি সপ্তাহের টিআরপি তালিকায় নবম স্থান দখল করেছে। ধারাবাহিকের সংগ্রহে এসেছে 6.0 নম্বর।

অন্যদিকে সেরার সেরা জি বাংলার ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’। তিন নম্বরে জায়গা ধরে রেখেছে ‘ফুলকি’। চার এবং পাঁচ নম্বরে রয়েছে ‘ রাঙা বউ ‘ এবং ‘নিম ফুলের মধু’। অন্যদিকে দীর্ঘদিন পর টিআরপি তালিকায় দেখা মিলল ‘খেলনা বাড়ি’র।

এক নজরে দেখে নিন সেরা 10 এর তালিকা

প্রথম- জগদ্ধাত্রী (7.9)

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (7.6)

তৃতীয়- ফুলকি (7.5)

চতুর্থ – রাঙা বউ (7.4)

পঞ্চম – নিম ফুলের মধু (7.2)

ষষ্ঠ – সন্ধ্যাতারা (6.9)

সপ্তম – কার কাছে কই মনের কথা (6.5)

অষ্টম – তুঁতে (6.1)

নবম – লাভ বিয়ে আজকাল (6.0)

দশম – খেলনা বাড়ি (5.8)