টিআরপির দৌড়ে তুমুল লড়াই ‘অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী’র! কার মাথায় উঠলো সেরার মুকুট? রইল TRP তালিকা

শুরু হয়ে গিয়েছে আইপিএল। আর আইপিএল চলা মানেই টিআরপি (TRP) তালিকায় ঘটে বদল। আর এবারেও তার অন্যথা হয়নি। আইপিএল শুরু হতেই এক ধাক্কায় কমে গেল বাংলা সিরিয়ালের টিআরপি। তাহলে এ সপ্তাহে বেঙ্গল টপার কে তাই ভাবছেন নিশ্চই? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে, যতই নম্বর কমুক না কেন এবারেও ক্লাসের ফার্স্ট গার্ল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ৮ রেটিং নিয়ে প্রথমস্থানে রয়েছে এই ধারাবাহিক।
তবে, প্রথমস্থানের অধিকারিনী এবার ‛জগদ্ধাত্রী’ (Jagadgatri)-ও। তারও ঝুলিতে ৮ নম্বর। এরপর আসি দ্বিতীয় স্থানের কথায়। ৭.২ রেটিং নিয়ে ক্লাসের সেকেন্ড গার্ল নিম ফুলের মধু (Neem Fuler Madhu) ও গৌরী এলো (Gouri Elo)। একদিকে জোর করে পর্ণার ননদের বিয়ে দেওয়া আর ওদিকে ঈশানের মৃত্যুর পর গৌরীর দিশেহারা হয়ে যাওয়া এই দুই বেশ প্রভাব ফেলেছে টিআরপি তালিকায়। আর তৃতীয় স্থানে রয়েছে মিতুলের ‛খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকের রেটিং ৬.৭। চলুন তবে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকা।
১.অনুরাগের ছোঁয়া (Anurager Chowa), জগদ্ধাত্রী (Jagadhatri)-৮.০
২.নিম ফুলের মধু (Neem Fuler Madhu), গৌরী এলো (Gouri Elo)-৭.২
৩.খেলনা বাড়ি (Khelna Bari)-৬.৭
৪.রাঙা বউ (Ranga Bou)-৬.২
৫.পঞ্চমী (Panchami)-৬.১
৬.মেয়েবেলা (Meyebela)-৫.৮
৭.গাঁটছড়া (Gantchhora), বাংলা মিডিয়াম (Bangla Medium)-৫.৫
৮.মিঠাই (Mithai)-৫.৩
৯.এক্কা দোক্কা (Ekka Dokka)-৫.২
১০.সোহাগ জল (Sohag Jol)-৪.৯
এ সপ্তাহে কমবেশি সব মেগারই নম্বর কমেছে। বর্তমানে ‛মিঠাই’ (Mithai) বন্ধের গুঞ্জন চরমে। কিন্তু তারপরেও ৫.৩ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে এই ধারাবাহিক। তবে, তৃনা-কৌশিকের শুরু হওয়া নতুন ধারাবাহিক ‛বালিঝড়’ (Balijhor) কোনোভাবেই নাম লেখাতে পারেনি প্রথম দশে।