Entertainment

টিআরপির দৌড়ে তুমুল লড়াই ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’র! কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা

Advertisement
Advertisements

বাংলা ধারাবাহিকের হাল ফেরাতে কিন্তু চ্যানেল গুলি খুবই পরিশ্রম করে চলেছে। নতুনত্ব গল্প ও অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। আর আজ বৃহস্পতিবার মানেই ধারাবাহিকদের লক্ষী লাভের দিন বলা চলে। টিআরপি তালিকায় বেঙ্গল টপার বরাবরের মতো এবারেও অনুরাগের ছোঁয়া। তবে সুখবর আগের সপ্তাহে প্রথম দশের বাইরে মিঠাই থাকলেও এবার দশ নম্বরে নিজের জায়গা পাকা করেছে। সবাইকে চমকে দিয়ে গল্পর একই ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় স্থানে আছে জগদ্ধাত্রী।

টিআরপির দৌড়ে তুমুল লড়াই 'অনুরাগের ছোঁয়া' ও 'জগদ্ধাত্রী'র! কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা

আপাতত চোট পেয়ে বিশ্রামে আছেন আদৃত। তাই ধারাবাহিকে দেখানো হচ্ছে মিঠি আর সিদ্ধার্থ হারিয়ে গিয়েছে। যা একেবারে পছন্দ হচ্ছে না মিঠাই দর্শকদের। যার কারণে হয়তো টিআরপি আরও কমবে। তবে সাংসারিক গল্প, প্রেম ও ঝামেলা নিয়ে তৈরী ‘নিম ফুলের মধু জমে উঠেছে’। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই চতুর্থ থেকে তৃতীয়তে উঠে এসেছে এই ধারাবাহিক। চলুন এই সপ্তাহের টিআরপি লিস্ট আপনাদের একটু জানিয়ে দেওয়া যাক।

টিআরপির দৌড়ে তুমুল লড়াই 'অনুরাগের ছোঁয়া' ও 'জগদ্ধাত্রী'র! কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা

১) অনুরাগের ছোঁয়া যার প্রাপ্ত নম্বর ৯.০

২) দ্বিতীয় স্থানে আছে – জগদ্ধাত্রী যার প্রাপ্ত নম্বর ৮.৩

৩) তৃতীয় হয়েছে – নিম ফুলের মধু, প্রাপ্ত নম্বর ৭.৮

৪) চতুর্থ স্থান অধিকার করেছে – গৌরী এলো, যার প্রাপ্ত নম্বর ৭.৭

৫) পঞ্চম স্থানে – খেলনা বাড়ি, যার প্রাপ্ত নম্বর ৭.৫

৬) ষষ্ঠ হয়েছে – পঞ্চমী, যার প্রাপ্ত নম্বর ৬.৭

৭) সপ্তম স্থানে – রাঙা বউ, পেয়েছে ৬.৬ নম্বর

৮) অষ্টম- মেয়েবেলা (৬.৪)

৯) নবম স্থানে – বাংলা মিডিয়াম (৬.২)

১০) দশম স্থানে সবার প্রিয় – মিঠাই যার প্রাপ্ত নম্বর ৫.৮

টিআরপির দৌড়ে তুমুল লড়াই 'অনুরাগের ছোঁয়া' ও 'জগদ্ধাত্রী'র! কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা

জি বাংলায় ‘ফুলকি’ নামের নতুন ধারাবাহিকের প্রমো সামনে এসেছে। যার সম্প্রচারের সময় বা দিনক্ষণ সামনে আসেনি। তবে কোন ধারাবাহিকে প্রাইম টাইম থেকে সরিয়ে নতুন এই ধারাবাহিক শুরু হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিয়ের রাতেই মৌয়ের অতীত ফাঁস হয়ে গিয়ে যে জমজমাটি গল্প তৈরী হয়েছে মেয়েবেলায় তা জানতে দর্শকরা প্রতিদিন দেখছেন। অন্যদিকে খেলনা বাড়ি ধারাবাহিকের গল্প প্রথম থেকেই বেশ প্রভাবিত করেছে দর্শকদের। কিন্তু পরের সপ্তাহে টিআরপি লিস্টের খেলায় যে বড়ো সরো পরিবর্তন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

টিআরপির দৌড়ে তুমুল লড়াই 'অনুরাগের ছোঁয়া' ও 'জগদ্ধাত্রী'র! কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা