TRP: নম্বর কমলো ‘জগদ্ধাত্রী’র! পিছিয়ে পড়লো ‘খেলনা বাড়ি’, কে পেল শীর্ষস্থান? রইল টিআরপি তালিকা

বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। কোন সিরিয়াল এগোলো আর কেই বা পিছিলো তার দিকে চোখ থাকে সবারই। ২০২২-র শেষ টিআরপি তালিকা প্রকাশ পেল আজ। অনেক ধারাবাহিকই নতুন পর্দায় এসেছে। আবার অনেকেই জায়গা ছেড়েছে। তবে, বর্তমানে নতুন বনাম পুরোনোর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া, গৌরী এলো তিনজন ধরে রেখেছে জায়গা।
৮.৯ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে ‛জগদ্ধাত্রী’। যদিও গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে নম্বর কমেছে ধারাবাহিকের। ৮.৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‛অনুরাগের ছোঁয়া’। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো। চলুন তবে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।
১.জগদ্ধাত্রী (Jagadhatri)-৮.৯
২.অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)-৮.৪
৩.গৌরী এলো (Gouri Elo)-৮.১
৪.খেলনা বাড়ি (Khelna Bari)-৮.০
৫.নিম ফুলের মধু (Neem Fuler Madhu)-৭.৭
৬.বাংলা মিডিয়াম (Bangla Medium)-৭.৫
৭.পঞ্চমী (Panchomi)-৭.৪
৮.আলতা ফড়িং (Alta Foring, গাঁটছড়া (Gantchhora)-৭.২
৯.রাঙা বউ (Ranga Bou), মিঠাই (Mithai)-৬.৯
১০.সাহেবের চিঠি (Saheber Chithi)-৬.৪
নতুন বছরে দুই চ্যানেলে আসতে চলেছে দুটি নতুন ধারাবাহিক। একটি ‛বালিঝড়’ (Balijhor) আর অন্যটি ‛মন দিতে চাই’ (Mon Dite Chai)।