Bengali Serial TRP List : ‘দীপা’র ঘাড়ে ‘জগদ্ধাত্রী’র নিশ্বাস! ‘অনুরাগের ছোঁয়া’ না ‘ফুলকি’, কে পেল শীর্ষস্থান?

Bengali Serial TRP List : বিগত আড়াই বছর ধরে দাপটের সঙ্গে প্রতিটি সিরিয়াল (Bengali Serial) প্রেমীর বাড়িতে রাজত্ব চালিয়েছে ‘মিঠাই’। বর্তমানে শেষ হয়েছে এই ধারাবাহিকের পথ চলা। সে জায়গায় এসেছে নয়া ধারাবাহিক ‘ফুলকি’। সাধারণ মানুষ মনে করেছিলেন টিআরপি তালিকায় একেবারে শীর্ষস্থানে জায়গা করে নেবে এই সিরিয়াল। যদিও বাস্তবে কিন্তু তেমনটা হলো না। তবে সেরার শিরোপা না পেলেও প্রথম সপ্তাহ থেকে টিআরপি তালিকায় বেশ ভালোই ব্যাটিং করছে ‘ফুলকি’।
প্রত্যেক সপ্তাহের মতোই প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। আর সেখানেই দেখা গেল প্রথম তিনে জায়গা ধরে রেখেছে জি বাংলার নয়া সিরিয়াল ‘ফুলকি’। অন্যান্য বারের মতো এবারেও টপার স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। জনপ্রিয় এই ধারাবাহিককে হারাতে রীতিমত কালঘাম ছুটে যাচ্ছে জি বাংলার। প্রথম স্থান থেকে কোনোমতেই সরানো যাচ্ছে না সূর্য-দীপাকে। তবে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দেখা গেল বড় চমক।
শীর্ষস্থান দখল করতে না পারলেও ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘জগদ্ধাত্রী’। মাত্র কিছু পয়েন্টে এই সিরিয়ালের থেকে পিছিয়ে রয়েছে জি বাংলার টপার। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘ফুলকি’। চার নম্বর স্থান পেয়েছে ‘রাঙা বউ’। পঞ্চম স্থান দখল করেছে ‘নিম ফুলের মধু’। তবে এ সপ্তাহে আবার অনেকটাই পিছিয়ে গেল স্টার জলসার ‘পঞ্চমী’।
টিআরপি তালিকার একেবারে শীর্ষস্থানে স্টার জলসার সিরিয়ালের নাম আসলেও বেশিরভাগ স্লট দখল করে রেখেছে জি বাংলা। তবে যে ধারাবাহিক গুলি একেবারেই স্লট পেল না সেগুলি হল ‘খেলনা বাড়ি’ , ‘ইচ্ছে পুতুল’ , ‘মুকুট’ , ‘মন দিতে চাই’। সূত্রের খবর, খুব শীঘ্রই পথ চলা শেষ হয়ে যাবে ‘মুকুট’ সিরিয়ালের।
সেরা 10 সিরিয়ালের টিআরপি তালিকা :
- অনুরাগের ছোঁয়া (8.9)
- জগদ্ধাত্রী (8.4)
- ফুলকি (8.2)
- রাঙা বউ (7.3)
- নিম ফুলের মধু (7.2)
- হরগৌরী পাইস হোটেল (6.6)
- বাংলা মিডিয়াম (6.2)
- এক্কা দোক্কা (5.9)
- পঞ্চমী (5.6)
- খেলনা বাড়ি (5.5)