Entertainment

সেরার মুকুট হারালো ‘অনুরাগের ছোঁয়া’! ‘গৌরী’ না ‘জগদ্ধাত্রী’, কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা

বৃহস্পতিবার আসলেই সকলের নজর থাকে টিআরপি তালিকায়। কে এগোলো আর কে বা পিছিয়ে পড়লো তা জানতে আগ্রহী সকলেই। দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। কখনও আবার ‛জগদ্ধাত্রী’ ধারাবাহিককে দেখা গিয়েছে প্রথম স্থানে। তবে, এবার দুই ধারাবাহিককে টপকে প্রথম স্থানে উঠে এলো ‛গৌরী এলো’ সিরিয়াল। ৬.৯ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক।

আর ওদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‛অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকের রেটিং ৬.৭। ওদিকে ৬.৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‛জগদ্ধাত্রী’ সিরিয়াল। চলুন তবে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।

  1. গৌরী এলো (Gouri Elo)-৬.৯
  2. অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)-৬.৭
  3. জগদ্ধাত্রী (Jagadhatri)-৬.৬
  4. নিম ফুলের মধু (Neem Fuler Madhu)-৬.০
  5. রাঙা বউ (Ranga Bou)-৫.৬
  6. বাংলা মিডিয়াম (Bangla Medium)-৫.২
  7. পঞ্চমী (Panchami)-৫.০
  8. এক্কা দোক্কা (Ekka Dokka)-৪.৭
  9. হরগৌরী পাইস হোটেল (Horogouri Pais Hotel)-৪.৬
  10. মেয়েবেলা (Meyebela), গাঁটছড়া (Gantchhora)-৪.২

একসময়ের ফার্স্ট গার্ল ‛মিঠাই’ (Mithai) শেষবেলায় এসে টিআরপি তালিকায় প্রথম দশে ধরে রাখতে পারল না নিজের জায়গা। ওদিকে স্লটহারা হয়েছে মেয়েবেলা (Meyebela)। সেই জায়গায় দেখা যাবে নতুন ধারাবাহিক ‛সন্ধ্যাতারা’কে (Sandhyatara)।