নম্বর বাড়লো ‘গাঁটছড়া’র, প্রথম স্থান থেকে ছিটকে গেল ‘অনুরাগের ছোঁয়া’, কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা

বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের পালা। তবে, গতকালই খবর এসেছিল ‛ধূলোকনা’ (Dhulokona) নাকি বন্ধ হতে চলেছে। আর সেই জায়গায় আসতে চলেছে নীল-তিয়াসার ‛বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। আর সেই নিয়ে দর্শকদের মধ্যে চলছে উত্তেজনা। রেগে আগুন সকলেই। এ সপ্তাহেও প্রথম চারে জায়গা করে নিয়েছে ‛ধূলোকনা’ ধারাবাহিক। তার পরেও কি করে এই সিরিয়াল বন্ধ হতে পারে সেই নিয়েই উঠছে প্রশ্ন।
তবে, এই সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিক ‛জগদ্ধাত্রী’ ,(Jagadhatri)। ৮.২ নম্বর নিয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এই ধারাবাহিকের রেটিং ৭.৭। চলুন তবে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।
১.জগদ্ধাত্রী-৮.২
২.অনুরাগের ছোঁয়া-৭.৭
৩.আলতা ফড়িং-৭.৪
৪.ধুলোকণা, খেলনা বাড়ি, গাঁটছড়া-৭.১
৫.গৌরী এলো-৬.৯
৬.নিম ফুলের মধু-৬.৭
৭.মিঠাই, এক্কা দোক্কা-৬.৬
৮.সাহেবের চিঠি, লক্ষ্মী কাকিমা সুপারস্টার-৬.৪
৯.মাধবীলতা-৬.৩
১০.নবাব নন্দিনী-৫.৬
বেশ কিছুদিনের মধ্যে জি বাংলার (Zee Bangla) পর্দা থেকে বিদায় নিতে চলেছে বেশ কিছু ধারাবাহিক। তার মধ্যে রয়েছে উড়ন তুবড়ি, লালকুঠি, বোধিসত্ত্বের বোধবুদ্ধি ধারাবাহিক। মূলত টিআরপি তালিকায় নম্বর কম থাকার জন্যই বন্ধের মুখে এই ধারাবাহিক গুলি।