প্রথমেই বাজিমাৎ নাগিনীর! পঞ্চমী না জগদ্ধাত্রী, কে পেল শীর্ষস্থান? রইল TRP তালিকা

প্রতি বৃহস্পতিবার টিআরপি-(TRP Rating) এ বদল আসে কিনা দেখার জন্য দর্শকদের আগ্রহ থাকে। সিরিয়ালের পরিচালক প্রযোজক র’ নিজের সাফল্য ব্যর্থতা জানার জন্য অপেক্ষা করেন। এই সপ্তাহে “জগদ্ধাত্রী ” প্রথম হয়েছে। সবাইকে চমকে দিয়ে “পঞ্চমী” উঠে এল একেবারে দ্বিতীয় স্থানে। এই সিরিয়াল যে সবার মন জয় করে নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
তিয়াসা রায় আর রাজদীপ গুপ্তর সিরিয়াল ৮.৪ নম্বর পেয়েছে। জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (৮.৬) অবশ্য সবার ওপরে। নিজের পরিচয় খোঁজার এই কাহিনি সবাই খুবই পছন্দ করছেন। অনুরাগের ছোঁয়া সম্প্রতি একটা লম্বা লিপ নিয়েছে। মিসকা যে ইচ্ছে করে ভুল বোঝাবুঝি ঘটিয়েছে সূর্য আর দীপার মধ্যে তা আর চাপা থাকবে না।
নতুন শুরু হওয়া পল্লবী-রুবেলের সিরিয়াল নিম ফুলের মধু বেশ সাড়া জাগিয়েছে। নীল-তিয়াসার সিরিয়াল বাংলা মিডিয়ামের সঙ্গে এই সিরিয়ালের ভালো রেশারেশি হবে বলে অনেকে মনে করছেন। অন্যদিকে শেষ হওয়ার মুখেও ধুলোকণা সেরা দশে জায়গা করে নিয়েছে।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
প্রথম- জগদ্ধাত্রী ( Jagaddhari)(৮.৬)
দ্বিতীয়- পঞ্চমী (Panchmi) (৮.৪)
তৃতীয়- অনুরাগের ছোঁয়া (Anurager Choya) (৮.০)
চতুর্থ- গৌরী এলো (Gouri Elo) (৭.৮)
পঞ্চম- খেলনা বাড়ি(Khelna Bari)/ নিম ফুলের মধু (Nim Fuler Madhu) (৭.৭)
ষষ্ঠ- গাঁটছড়া (Ganthchora)(৭.১)/ ধুলোকণা (Dhulokana)(৭.১)
সপ্তম- আলতা ফড়িং (Alta Foring) (৭.০)
অষ্ঠম- এক্কা দোক্কা(Ekka Dokka) (৬.৫)
নবম- মিঠাই (Mithai) (৬.৪)
দশম- সাহেবের চিঠি (Saheber Chithi) (৬.৩)
জি বাংলার বেশ কয়েকটি সিরিয়াল শেষ হতে চলেছে।এদের মধ্যে আছে বোধিসত্ত্বের বোধবুদ্ধি, উড়ন তুবড়ি। নতুন মেগা রাঙা বউ কেমন ফল করে তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে।